• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

৩৩ হাজার মডেল মাদারাসা সরকারী করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০১৮, ১০:০৬ PM / ৩৭
৩৩ হাজার মডেল মাদারাসা সরকারী করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

মুশফিকুর রহমান/মোঃ মামুন : আওয়ামীলীগ সরকারের শাষনামলে প্রতিষ্ঠিত দেশের ৩৩টি মডেল মাদরাসা জাতীয়করণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ কল্পে সংবাদ সম্মেলন আওয়ামী লীগ সরকারের শাষনামলে প্রতিষ্ঠিত দেশের ৩৩টি মডেল মাদরাসা জাতীয়করণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ কল্পে সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে জানাচ্ছি যে, আপনার পিতা হাজার বছরের শ্যেষ্ঠ বাঙালী জাতির জনক শেখ মুজিবুর রহমান হানাদার পাকিস্থানী বাহিনী কর্তৃক ধ্বংস স্তুপে পরিণত অর্থনৈতিক অবস্থার মাঝেও ১৯৭৩ সালে দেশের ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করে বাঙালী জাতির শিক্ষার মূল ভিত্তি মজবুত করেন। আপনার পিতা স্বাধীনতার মহান স্থপতি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপন করে মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে প্রথম প্রতিষ্ঠিত করেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করার মাধ্যমে ইসলামের ভিত্তি শক্তিশালী করেন। বিশ^ ইজতেমার জায়গা বরাদ্দ করেন। রেডিও-টি.ভি.তে কুরআন প্রচার তিনি শুরু করেন। দেশ স্বাধীন হওয়ার পর পরই বঙ্গবন্ধু প্রথম আইন তৈরী করে মদ, জুয়া, হাউজি ইত্যাদি অসামাজিক কার্যাবলী নিষিদ্ধ করেন। রেসকোর্স ময়দানে ঘোড় দৌড়ের নামে বিভিন্ন অশ্লিলতা বন্ধ করে রাসূল (সঃ)এ হাদীস অনুসারে সেখানে বৃক্ষরোপনের ব্যবস্থা করেন। মহান স্বাধনিতার স্থপতি আপনার পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিল আপনি তা বাস্তবে রূপদান করতে চলেছেন। আপনি পিতা-মাতা ভাই, আত্মীয়-স্বজনসহ পরিবারের অনেক ব্যক্তিকে হারিয়ে বুকের হাহাকার নিয়েও দেশের মানুষের উন্নয়নের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আপনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় দেশের উন্য়নে ব্যাপক ভূমিকা রাখছে। ইতিমধ্যে আপনার বলিষ্ঠ নেতৃত্বে বিশে^র দরবারে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি লাভে সক্ষম হয়েছে। আপনি ১১ লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে মাদার অফ হিউমিনিটি হিসেবে বিশে^র দরবারে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় আপনি এনেছেন বৈপ্লবিক পরিবর্তন। আপনি ২০১৩ সালে দেশের ২৬ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের মাধ্যমে ইতিহাসে এক যুগান্তকারী নজির স্থাপন করেছেন। মাদরাসা শিক্ষার উন্নয়নে রাজধানী ঢাকার ইসলামি আরবি বিশ^বিদ্যালয় স্থাপন করে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন আপনি প্রতিষ্ঠা করেছেন মাদরাসা শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর। ৫২টি মাদরাসায় অনার্স কোর্স চালু করেছেন। মাদরাসার শিক্ষার্থীরা যাতে আধুনিক ও যুগপোযোগী শিক্ষা গ্রহন করতে পারে এ জন্য বহু মাদরাসায় আপনি ডিজিটাল কম্পিউটার ল্যাব ও শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করে দিয়েছেন। আপনার নির্দেশনায় সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্পের মাধ্যমে যাচাই বাছাই পূর্বক সমগ্র বাংলাদেশে ৩৩টি মাদরাসাকে মডেল মাদরাসা হিসেবে নির্বাইচত করা হয়। মডেল মাদরাসা সমূহে আপনার সরকার তিন তলা বিশিষ্ট ভবন নির্মাণ পূর্বক আই.সি.টি ল্যাব অত্যাধুনিক বিজ্ঞানাগার ও প্রসিদ্ধ লাইব্রেরী স্থাপন করেন। মাদরাসার শিক্ষার্থীরা যাতে বিজ্ঞানাগারে আধুনিক যন্ত্রপাতি এবং পর্যাপ্ত ধর্মীয় পুস্তকসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর লেখা বই ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বই সমূহ সরবারাহ করা হয়। মাদরাসা সমূহে এমবিএ, পিবিএ কার্যক্রম চালু করা হয়। মডেল প্রকল্পের আওতাধীন হওয়ায় মাদারাসারে শিক্ষকগণকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে অন্তর্ভূক্ত করা হয় এবং কিছু সংখ্যক প্রতিষ্ঠান প্রধানকে বিদেশে স্টাডি ট্যুর করানো হয়েছে। ১০০০ মাদরাসায় নতুন ভবন নির্মাণ করেছেন। এসডিজি-৪ বাস্তবায়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে নির্বাচিত ১৬৮১ টি মাদরাসা উন্নয়ন প্রকল্পের আওতায় ৪/৬ তলা ভবন নির্মাণের জন্যে ৬ হাজার কোটি টাকার বেশি অর্থ গত ১১-০৯-২০১৮ তারিখে একনেকা পাশ করেছেন। এ প্রকল্পের আওতায় মোট ২০০০টি করার লক্ষ্যে আপনার নিরলস প্রচেষ্ঠা অব্যাহত আছে। সে লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৪৫৪৯টি মাদরাসায় ২/৩ টি শ্রেনী কক্ষ  সম্বলিত একতলা ভবন নির্মাণ করেছেন। শিক্ষাদানের জন্য বর্তমানে আপনি প্রতিটি উপজেলায় একটি করে বে-সরকারী মডেল উচ্চ বিদ্যালয় (৩২৯টি) সরকারী করেন এবং পূর্বের সরকারীসহ দেশের বর্তমানে ৩৪৫টি সরকারী উচ্চ বিদ্যালয় বিদ্যমান। আরও ১৮৭ টি সরকারীকরণের ঘোষনা দিয়েছেন। মোট সরকারী উচ্চ বিদ্যালয়ের সংখ্যা ৫৩২টি। যে সমস্ত উপজেলায় কোন সরকারী কলেজ ছিল না সে সমস্ত উপজেলায় (প্রস্তাবিত ২৯৩, বাস্তবায়নকৃত ২৭১) কলেজ জাতীয়করণের মাধ্যমে নিজেকে শিক্ষাবান্ধব যোগ্যতম প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে মোট সরকারী কলেজের সংখ্যা ৫৯৮ টি। দেশে বর্তমানে প্রায় ৯৩১১টি দাখিল, আলিম ,ফাযিল ও কামিল মাদরাসা রয়েছে। তার মধ্যে ৩টি মাত্র সরকারী অবশিষ্ট ৯৩০৮টি বে-সরকারী মাদরাসা। যেহেতু আপনি ইতিপূর্বে শিক্ষার বহুমূখী উন্নয়নে বিশেষ করে মাদারাসা শিক্ষার উন্নয়নে অনেক ভূমিকা পালন করেছেন এ জন্য আমরা আপনার নিকট চির কৃতজ্ঞ। কোন আন্দোলন করে নয় আমরা মনে করি ন্যায় সঙ্গত যৌক্তিক কোন আবেদনই আপনি অগ্রাহ্য করেন না। তাই আপনার শাসনামলে বাস্তবায়নকৃত দেশের ৩৩টি মডেল মাদরাসা, স্কুল কলেজের ন্যায় জাতীয়করণ করে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে মাদরাসা জগতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে উদাহরণ সুষ্টি করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মেলনে বক্তব্য রাখেন মোঃ মোকাদ্দাসুল ইসলাম, সহ-সভাপতি, মডেল মাদরাসা সমূহ জাতীয়করণ বাস্তবায়ন কমিটি ও অধ্যক্ষ, মদীনাতুল উলুম কামিল মাদারাসা, বোয়ালিয়া, রাজশাহী। মোঃ মামুন অর রশিদ, সহ-সভাপতি, মডেল মাদরাসা সমূহ জাতীয়করণ বাস্তবায়ন কমিটি ও অধ্যক্ষ, বরগুনা দারুল উলুম নেছারিয়া মডেল কামিল মাদরাসা, বরগুনা। মোঃ রেজাউল হক, কোষাধ্যক্ষ, মডেল মাদরাসা সমূহ জাতীয়করণ বাস্তবায়ন কমিটি ও অধ্যক্ষ, নয়াটোলা মডেল কামিল মাদারাসা, মগবাজার, ঢাকা। মোঃ আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক, মডেল মাদরাসা সমূহ জাতীয়করণ বাস্তবায়ন কমিটি ও অধ্যক্ষ, সৈয়দ আহম্মদ মডেল আলিম মাদরাসা, গাবতলী, বগুড়া। আরো উপস্থিত ছিলেন- মোঃ কুতুব উদ্দিন, অধ্যক্ষ পুবাইল রহমানিয়া আলিম মডেল মাদ্রাসা, সদস্য, মডেল মাদ্রাসা কমিটি, গাজীপুর মহানগর গাজীপুর। মীর মোঃ আব্দুল বাতেন, অধ্যক্ষ, মোহাম্মদীয়া ইসলামিয়া কামিল মাদরাসা, কর্ণফুলী, রাজবাড়ী। মোঃ নজরুল ইসলাম আল মারুফ অধ্যক্ষ, গোপালগঞ্জ মহিলা কামিল মডেল মাদারাসা। মোঃ কামাল হোসেন, সহকারী অধ্যাপক, ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা।হযরত মাও: মোঃ আবু ইউসুফ মৃধা, সভাপতি ও অধ্যক্ষ ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসা, ভাংগা, ফরিদপুর।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:৫৬পিএম/২৫/৯/২০১৮ইং)