• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

৩০০ করলে অন্য কিছুও হতে পারতো!


প্রকাশের সময় : জুন ১৬, ২০১৭, ১১:০৮ AM / ৪৬
৩০০ করলে অন্য কিছুও হতে পারতো!

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ভারতের কাছে ফের স্বপ্নভঙ্গের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা বললেন, যেভাবে আমরা খেলছিলাম, তাতে ৩০০ কিংবা ৩২০ রান করা দরকার ছিল। সেটি করতে না পেরে আমরা ব্যাকফুটে চলে গেছি।
মাশরাফি যে ভুল বলেননি, তার পরপরই এসে জানিয়ে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
তিনি বলেন, ‘আমরা আরেকটি পূর্ণাঙ্গ খেলা উপহার দিয়েছি। যেমনটি চেয়েছি, সেভাবেই সবাই মিলে খেলেছে। তবে ৯ উইকেটের জয় প্রত্যাশা ছিল না, এটাই জানিয়ে দিচ্ছে আমাদের টপ-অর্ডারের যোগ্যতা।’
দারুণ খেলতে থাকা বাংলাদেশকে মূলত ব্যাকফুটে ঠেলে দেন অফ-স্পিনার কেদার যাদব। দলীয় ১৫৪ রানে সেট ব্যাটসম্যান তামিম ইকবালকে বোল্ড করার পর ১৭৯ রানে তুলে নেন আরেক সেট ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে।
কোহলিও বিষয়টি স্বীকার করলেন। তবে এতে তিনি বিস্মিত হননি, ‘তার (কেদার যাদব) পারফর্মেন্স বিস্মিত করেনি। কারণ কোথায় বল ফেলে উইকেট নিতে হবে তা খুব ভালো করেই জানে কেদার।’
এরপরই ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমরাও জানতাম বাংলাদেশ ৩০০ করে ফেললে এই ম্যাচ খুব ক্লোজ হতো। এজন্যই ক্রিজে গিয়ে ১০/১৫ বল খেলে আমি আত্মবিশ্বাস অর্জন করেছি। কারণ বিগত সময়ে দ্রুত উইকেট হারিয়ে আমাদের বিপদে পড়তে হয়েছে।’

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:০৮পিএম/১৬/৭/২০১৭ইং)