• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে খাস জমি কেন্দ্রিক ভূমিহীনদের উপর মামলা


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪, ১:৫৮ PM / ২১
ঠাকুরগাঁওয়ে খাস জমি কেন্দ্রিক ভূমিহীনদের উপর মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ভূমি গ্রাসিদের কাছ থেকে খাস জমি উদ্ধারের আন্দোলন কে বেগবান করার জন্য উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ রোড সিডিয়ের কার্যালয়
ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএর সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভূমিতে বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। সেখানে অন্যান্যরা সহ সিডিএ এবং আদিবাসী সম্প্রদায়ের নারী -পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা সদর উপজেলার বিভিন্ন জমির সমস্যা নিয়ে আলোচনা করেন।

এ সময় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান রাজকুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনসংগঠন ঐক্য পরিষদের সভা প্রধান আকবর আলি, জন নারী ঐক্য পরিষদের নির্বাহী সদস্য মেরিনা আক্তার, ১০ নং জামালপুর ইউনিয়ন ভূমিহীন সমন্বয়ে পরিষদের সভা প্রধান মহেন জালি, সিডিয়ের মাদারগঞ্জ ইউনিট উপদেষ্টা কমিটির সভা প্রধান শুভানু।

আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এটিএম শামসুজ্জোহা, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু, জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি জয় মহন্ত অলকসহ অন্যান্যরা।