• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড গঠনের দাবি


প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০১৭, ৭:৫৭ PM / ৪০
স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড গঠনের দাবি

ঢাকারনিউজ২৪.কম:

স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড গঠনসহ ৬ দফা দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি মুরাদ হোসেন লেমন।

মুরাদ হোসেন লেমন বলেন, আগামী ২৪ এপ্রিলের মধ্যে ছয় দফা দাবি না মানলে ২৫ এপ্রিল এক লাখ শিক্ষার্থী রাজপথে বিক্ষোভে নামার কর্মসূচিসহ আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা এগ্রিকালচার, ডিপ্লোমা নার্স’রা দশম গ্রেড পেলেও ডিপ্লোমা মেডিকেলের শিক্ষার্থীরা অবহেলিত।
সারাদেশে ১৬ হাজার বেকার প্যারামেডিকেল রয়েছে। কমিউনিটি হেলথ সেন্টারে নিয়োগের ক্ষেত্রে অনভিজ্ঞ এসএসসি পাস শিক্ষার্থীদের নিয়োগ দান করলেও অভিজ্ঞ প্যারামেডিকেল শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হয়নি। দাবিগুলো হলো-

* বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে।

* মন্ত্রিপরিষদ বিভাগ হতে প্রকাশিত অতিরিক্ত গেজেটের বি-সেকশনের ৬ ও ৯নং ধারা সংশোধন করতে হবে।

* কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে দশম গ্রেড এ নিয়োগ বেসরকারি হাসপাতালে ম্যাটস থেকে পাসকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করতে হবে।

* ম্যাটস এ ভর্তি যোগ্যতা পুনরায় ৪ পয়েন্টে উন্নীত করতে হবে।

* ইন্টার্ন ভাতা প্রদান করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার এমদাদুল হক সেলিম। সাধারণ সম্পাদক সোহেল খন্দকার ফাহিমসহ সাধারণ শিক্ষার্থীরা।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৭.৫৬ পিএম/০৪//২০১৭ইং)