• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

ব্যবসায় উদ্যোগ এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৭


প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০১৭, ১২:৫২ PM / ৪২
ব্যবসায় উদ্যোগ এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৭

ঢাকারনিউজ২৪.কম:

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৬
১৭। শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কোন পরিবেশ থেকে আসে?
ক. অর্থনৈতিক খ. রাজনৈতিক
গ. সাংস্কৃতিক ঘ. প্রাকৃতিক
১৮। ‘সামাজিক মূল্যবোধ’ ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
ক. রাজনৈতিক খ. সামাজিক
গ. সাংস্কৃতিক ঘ. প্রাকৃতিক
১৯। কোনটি ব্যবসা-বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে?
ক. শিক্ষার হার
খ. ব্যবসায় ও শিল্পনীতি
গ. রাজনৈতিক স্থিতিশীলতা
ঘ. কারিগরি শিক্ষার প্রসার
২০। প্রকল্প নির্বাচনের প্রাথমিক পদক্ষেপ কোনটি?
ক. মাইক্রোস্ক্রিনিং খ. ম্যাক্রোস্ক্রিনিং
গ. আন্তমূল্যায়ন ঘ. বহির্মূল্যায়ন
২১। চূড়ান্তভাবে প্রকল্প নির্বাচনের জন্য কোনটির সাহায্য নেওয়ার প্রয়োজন হয়?
ক. আন্তনির্বাচন খ. বহির্নির্বাচন
গ. মাইক্রোস্ক্রিনিং ঘ. ম্যাক্রোস্ক্রিনিং
২২। ম্যাক্রোস্ক্রিনিংয়ের উপাদান—
i. বাজারচাহিদা ii. কারিগরি দিক
iii. প্রাকৃতিক পরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। মাইক্রোস্ক্রিনিংয়ের উপাদান নয় কোনটি?
ক. বাণিজ্যিক দিক খ. আর্থিক দিক
গ. কারিগরি দিক ঘ. রাজনৈতিক দিক
২৪। কোনো প্রকল্পের জাতীয় অর্থনীতিতে অবদান যাচাই করার মাপমাঠি হলো—
i. কর্মসংস্থানের সুযোগ
ii. সরকারি কোষাগারে কর প্রদান
iii. উন্নত মানের পণ্য ও সেবা প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। ক্ষুদ্র সেবামূলক ব্যবসায়ে ও খুচরা ব্যবসায় প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কোনটি বিবেচনা করা গুরুত্বপূর্ণ নয়?
ক. পণ্যের বাজারচাহিদা
খ. উত্পাদনের কারিগরি দিক
গ. জাতীয় অর্থনীতিতে অবদান
ঘ. বাজারজাতকরণের দিক
২৬। ব্যবসায় প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি?
ক. মাইক্রোস্ক্রিনিং খ. ম্যাক্রোস্ক্রিনিং
গ. আন্তযাচাই প্রক্রিয়া
ঘ. প্রতিবেদন তৈরি
২৭। একটি সুষম ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের সময় কয়টি গাইডলাইন অনুসরণ করতে হয়?
ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি
২৮। একটি ব্যবসায় পরিকল্পনায় কয়টি বিষয় থাকে?
ক. ৬টি খ. ৮টি গ. ১০টি ঘ. ১২টি
২৯। সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য কোনটি প্রাক্কলন করা প্রয়োজন?
ক. নগদ প্রবাহ বিবরণী
খ. আর্থিক অবস্থার বিবরণী
গ. শ্রমিক-কর্মচারীর সংখ্যা
ঘ. প্রয়োজনীয় মূলধনের পরিমাণ
৩০। নগদ প্রবাহ বিবরণী হতে পারে—
i. দৈনিক ii. সাপ্তাহিক iii. মাসিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১। ব্যবসায়ের প্রকৃত নগদ তহবিলের পরিমাণ জানা যায় কোনটি থেকে?
ক. মালিকানাস্বত্ব বিবরণী থেকে
খ. আর্থিক অবস্থার বিবরণী থেকে
গ. নগদপ্রবাহ বিবরণী থেকে
ঘ. লাভ-লোকসান বিবরণী থেকে

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ১২.৫১পিএম/২০//২০১৭ইং)