• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

প্রাথমিক বিজ্ঞান সমাপনী পরীক্ষা ২০১৭


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০১৭, ২:০৬ PM / ৪২
প্রাথমিক বিজ্ঞান সমাপনী পরীক্ষা ২০১৭

ঢাকারনিউজ২৪.কম:

প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩-এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা মনোযোগসহকারে পাঠ আলোচনাটি পড়বে।

অধ্যায়-৩
প্রশ্ন: পানিচক্র কী?
উত্তর: যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে, তা-ই পানিচক্র।
প্রশ্ন: পানিদূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ দাও।
উত্তর: পানিদূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ নিচে দেওয়া হলো:
১. চাষবাসের ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে ফেলা।
২. পানিতে ময়লা-আবর্জনা ও রাসায়নিক বর্জ্য না ফেলা।
৩. মরা জীবজন্তু পানিতে না ফেলা।
প্রশ্ন: অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় লেখো।
উত্তর: অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় নিচে দেওয়া হলো:
১. ছাঁকন ২. থিতানো ৩. ফোটানো ৪. রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ।
প্রশ্ন: বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়। কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। ওই পানি কোথায় যায়?
উত্তর: বৃষ্টির পর মাটিতে যে পানি জমা হয় তা সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। ওই জলীয় বাষ্প ওপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানিবিন্দুতে পরিণত হয়।
প্রশ্ন: পানির তিনটি অবস্থা কী কী?
উত্তর: পানির তিনটি অবস্থা হলো কঠিন, তরল ও বায়বীয়।
প্রশ্ন: বৃষ্টি কী?
উত্তর: সূর্যতাপ পুকুর, খাল-বিল, নদী ও সমুদ্রের পানিকে জলীয় বাষ্পে পরিণত করে। জলীয় বাষ্পের ক্ষুদ্র পানিকণা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। মেঘের পানিকণাগুলো একত্র হওয়ার পর আরও বড় হয়ে বৃষ্টি হিসেবে মাটিতে পড়ে।
প্রশ্ন: ছাঁকন কী?
উত্তর: ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাঁকন।
প্রশ্ন: পানিচক্রের প্রবাহ কী?
উত্তর: পানি  বাষ্প  মেঘ  বৃষ্টি
প্রশ্ন: আর্সেনিকদূষণের কারণ কী?
উত্তর: আর্সেনিক এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ, যা কিছু কিছু এলাকার ভূগর্ভস্থ পানিতে দেখা যায়। নলকূপের পানির সঙ্গে মিশে এটি ওপরে আসে এবং এই পানি ব্যবহারের ফলে মানুষের মারাত্মক অসুখ হয়। প্রাকৃতিক কারণেই আর্সেনিকদূষণ হয়ে থাকে।
প্রশ্ন: দূষিত পানি পান করলে কী কী রোগ হতে পারে?
উত্তর: দূষিত পানি পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি রোগ হতে পারে।
প্রশ্ন: আমাদের গৃহীত খাদ্য থেকে কীভাবে শক্তি উত্পাদিত হয়?
উত্তর: আমরা যে খাদ্য গ্রহণ করি, পানি তা ভেঙে শক্তি উত্পাদন করে। এ ছাড়া শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতেও পানি সহায়তা করে।
প্রশ্ন: মেঘ কী?
উত্তর: সূর্যতাপে ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প হয়ে ওপরে উঠতে থাকে। একসময় ওপরের ঠান্ডা বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়ে আকাশে ভাসতে থাকে, একে মেঘ বলে।
প্রশ্ন: পানি দেহের কী কাজ করে?
উত্তর: আমরা যখন খাদ্য গ্রহণ করি, তখন পানি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে। পুষ্টি উপাদান শোষণ করে দেহের প্রতিটি অঙ্গে তা পরিবহনে সাহায্য করে। এ ছাড়া দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতেও পানি সহায়তা করে থাকে।
প্রশ্ন: পানি শোধনের দুটি উপায় লেখো।
উত্তর: পানি শোধনের দুটি উপায় হলো:
১. থিতানো ও ২. ফোটানো।
প্রশ্ন: পানির দুটি উেসর নাম লেখো।
উত্তর: পানির দুটি উেসর নাম হলো:
১. বৃষ্টি ও ২. নদী-নালা।
প্রশ্ন: পানি বিশুদ্ধকরণের দুটি রাসায়নিক পদার্থের নাম লেখো।
উত্তর: পানি বিশুদ্ধকরণের দুটি রাসায়নিক পদার্থ হলো:
১. ফিটকিরি ও ২. ব্লিচিং পাউডার।
প্রশ্ন: উদ্ভিদ ও মানবদেহে কত ভাগ পানি রয়েছে?
উত্তর: উদ্ভিদের দেহের প্রায় ৯০ ভাগ এবং মানবদেহের ৬০-৭০ ভাগ পানি রয়েছে।
প্রশ্ন: পানিকে শীতল করলে কী হয়?
উত্তর: যখন পানিকে অত্যধিক শীতল করা হয়, তখন তা জমে কঠিন বরফে পরিণত হয়।
প্রশ্ন: পানি এক অবস্থা থেকে কীভাবে অন্য অবস্থায় পরিবর্তিত হয়?
উত্তর: তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়।
প্রশ্ন: নিরাপদ পানির প্রয়োজনীয়তা কী?
উত্তর: আমাদের দেহের খাদ্য পরিপাকে এবং সঠিক তাপমাত্রা বজায় রাখতে নিরাপদ পানির প্রয়োজন।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০২.০৫পিএম/১৯//২০১৭ইং)