• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন

প্রাথমিক বিজ্ঞান সমাপনী পরীক্ষা ২০১৭


প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০১৭, ২:০৮ PM / ৩৪
প্রাথমিক বিজ্ঞান সমাপনী পরীক্ষা ২০১৭

ঢাকারনিউজ২৪.কম:

 

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় ৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
১৪। পানিকে তাপ দিলে প্রথমে তা গরম হয় এবং ফুটতে থাকে। এরপরও তাপ দিলে তা কিসে পরিণত হয়?
ক. কুয়াশায় খ. জলীয় বাষ্পে
গ. শিশিরে ঘ. বরফে
উত্তর: খ. জলীয় বাষ্পে
১৫। বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কিসে পরিণত হয়?
ক. তরল বাষ্পে খ. জলীয় বাষ্পে
গ. অস্বচ্ছ পানিতে ঘ. স্বচ্ছ পানিতে
উত্তর: ঘ. স্বচ্ছ পানিতে
১৬। তুমি একটি গ্লাস কোল্ড ড্রিংকসহ কিছুক্ষণ রেখে দিলে। এতে গ্লাসের বাইরে পানির কণা জমে গ্লাসটিকে আবছা করে দিল। এই পানির কণা কোথা থেকে এল?
ক. তরল বাষ্প থেকে খ. জলীয় বাষ্প থেকে
গ. অস্বচ্ছ পানি থেকে ঘ. স্বচ্ছ পানি থেকে
উত্তর: খ. জলীয় বাষ্প থেকে
১৭। তুষা একটি কাচের গ্লাসে কয়েক টুকরা বরফ রেখে দিল। কিছুক্ষণ পর কী ঘটবে?
ক. গ্লাসটি ফেটে যাবে খ. গ্লাসটি ঠান্ডা হবে
গ. গ্লাসের বাইরে বরফ তৈরি হবে
ঘ. বরফ গলবে না
উত্তর: খ. গ্লাসটি ঠান্ডা হবে
১৮। কখনো কখনো শিলাবৃষ্টি হয়। এ ধরনের বৃষ্টির কারণ কোনটি?
ক. মেঘের পানির কণা খুব উত্তপ্ত হয়ে যায়
খ. মেঘের পরিবর্তে বরফ নামে
গ. মেঘের পানির সঙ্গে বরফ মেশানো হয়
ঘ. মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়া
উত্তর: ঘ. মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়া
১৯। আমরা আকাশে মেঘ দেখি। এটি আসলে কী?
ক. বরফখণ্ড খ. ক্ষুদ্র পানিকণা
গ. সাদা ধোঁয়া ঘ. সাদা বাতাস
উত্তর: খ. ক্ষুদ্র পানিকণা
২০। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে যায়। তারপরে এটি কিসে পরিণত হয়?
ক. বাষ্পকণা খ. ক্ষুদ্র পানিকণা
গ. বরফকণা ঘ. বৃহত্ পানিকণা
উত্তর: খ. ক্ষুদ্র পানিকণা
২১। নদ-নদী, খাল-বিল, পুকুর ও সমুদ্রে পানি থাকে। এই পানিকে জলীয় বাষ্পে পরিণত করে কোনটি?
ক. মানুষ খ. সূর্যতাপ গ. বায়ু ঘ. আলো
উত্তর: খ. সূর্যতাপ
২২। তানিশা জানালা দিয়ে দেখল, আকাশে ঘন মেঘ করেছে। এই মেঘের সৃষ্টি কোনটি থেকে?
ক. হাইড্রোজেন থেকে খ. অক্সিজেন থেকে
গ. জলীয় বাষ্প থেকে ঘ. নাইট্রোজেন থেকে
উত্তর: গ. জলীয় বাষ্প থেকে
২৩। শিক্ষক ক্লাসে একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছেন, যেটি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে। শিক্ষকের আলোচিত প্রক্রিয়াটির নাম কী?
ক. বাষ্পচক্র খ. খাদ্যচক্র
গ. বায়ুচক্র ঘ. পানিচক্র
উত্তর: ঘ. পানিচক্র
২৪। পানিদূষণের জন্য নিচের কোন গ্রুপের কারণগুলো দায়ী?
ক. মলমূত্র, গৃহপালিত পশু ও ইটভাটা
খ. সিগারেটের ধোঁয়া, শিল্পপ্রতিষ্ঠান ও কয়লা
গ. পশু, পাখি ও ইটভাটার কালো ধোঁয়া
ঘ. সার, কীটনাশক ও রাসায়নিক পদার্থ
উত্তর: ঘ. সার, কীটনাশক ও রাসায়নিক পদার্থ
২৫। বিভিন্ন কারণে পানি দূষিত হয়। এর মধ্যে নিচের কোনটি পানিদূষণের কারণ হতে পারে?
ক. সেচকাজ খ. ময়লা কাপড় কাচা
গ. খাওয়া ঘ. রান্না
উত্তর: খ. ময়লা কাপড় কাচা

 

 

 (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০২.০৫পিএম/২২//২০১৭ইং)