• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

নিউজিল্যান্ডের উপকূলে একসঙ্গে শত-শত তিমির মৃত্যু!


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৭, ৯:৪৫ AM / ২৭
নিউজিল্যান্ডের উপকূলে একসঙ্গে শত-শত তিমির মৃত্যু!

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে শত শত তিমির মৃত্যু হয়েছে। একসাথে এত তিমির মৃত্যুর ঘটনা বিস্ময়ের জন্ম দিয়েছে। এ নিয়ে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে সেখানকার উপকূলে ছড়িয়ে রয়েছে শত-শত তিমির মৃতদেহ।

তবে কিছু তিমি স্বেচ্ছাসেবীরা উদ্ধার করে সমুদ্রে ছেড়ে দিয়েছে। স্থানীয় মানুষ ও স্বেচ্ছাসেবীরা চেষ্টা করছে যত বেশি সম্ভব তিমিকে বাঁচানোর জন্য।

কিন্তু বিজ্ঞানীরা এখনো জানে না একসঙ্গে এতো তিমির মৃত্যুর কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন অনেক সময় একযোগে তিমিগুলো তীরের কাছে আসে কিন্তু পানি কমে গেলে আর সরে যাওয়ার সুযোগ না পেয়ে আটকে পড়ে।

আবার কখনো কখনো তিমি উপকূলের কাছে এসে কোন কারণে বিপদগ্রস্ত হলে সংকেত পাঠায়, আর সে সংকেত দেখে অন্য তিমিরা একযোগে এগিয়ে এসে আটকে পড়ে।
তবে এ ক্ষেত্রে এর কোনটা ঘটেছে নাকি অন্য কোন কারণে এতো তিমির মৃত্যু হলো সেটি এখনো জানা যায়নি।

দেশটির কর্তৃপক্ষ বলছে, তিমিগুলো বৃহস্পতিবার রাতে আটকা পড়ে আর উদ্ধার অভিযান শুরু হয় শুক্রবার সকালে। রাতে উদ্ধার অভিযান চালানো বিপজ্জনক। সে কারণেই হয়তো এতো তিমির প্রাণহানি ঘটলো। সূত্র : বিবিসি

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৩৩এএম/১১/২/২০১৭ইং)