• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

ট্রাম্পের হাতে স্নোডেনকে উপহার দেবেন পুতিন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০১৭, ৫:৫৯ PM / ৪২
ট্রাম্পের হাতে স্নোডেনকে উপহার দেবেন পুতিন

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : এডওয়ার্ড স্নোডেনকে ‘উপহার হিসাবে’ ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিতে চলেছেন ভ্লাদিমির পুতিন! মস্কো এ নিয়ে মুখ না খুললেও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও এফবিআই সূত্রে এমনটাই আভাস মিলেছে। স্নোডেন নিজেও টুইটারে লেখেন, ‘অবশেষে প্রমাণিত হল- আমি কোনও দিন রুশ গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করিনি। আমি নির্দোষ।’
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) হয়ে কাজ করতেন স্নোডেন। ২০১৩ সালে আবার এই সংস্থারই গোপন তথ্য ফাঁস করে দিয়ে শিরোনামে আসেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেরে দু’টি সংবাদপত্রের মাধ্যমে স্নোডেন জানিয়ে দেন, কীভাবে প্রত্যেকের ব্যক্তিগত ফোনালাপ গোপনে রেকর্ড করে চলেছে এনএসএ। এমনকী যাদের করের টাকায় সরকার চলে, তাদেরও যাবতীয় গতিবিধির উপর নজরদারি চালাচ্ছে মার্কিন প্রশাসন। আর তার জেরেই হোয়াইট হাউসের চোখে স্নোডেন রাতারাতি হয়ে ওঠেন ‘মোস্ট ওয়ান্টেড’। তার বিরুদ্ধে জারি হয় আন্তর্জাতিক হুলিয়াও।
আর অভিযোগ, তখন থেকেই স্নোডেনকে ‘আশ্রয়’ দিয়ে আসছে রাশিয়া। যুক্তরাষ্ট্র একাধিকবার তাকে ফেরানোর কথা বললেও পাত্তা দেয়নি মস্কো। বরং শোনা গিয়েছিল, তাকে থাকতে দেওয়ার মেয়াদ সম্প্রতি আরও তিন বছর বাড়িয়েছে রাশিয়া। স্নোডেন কি তা হলে রাশিয়ার গোয়েন্দা বিভাগের হয়েই কাজ করতেন- এমন প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্রের খবর, বিতর্ক সরিয়ে রেখে এ বার সেই স্নোডেনকেই আমেরিকার হাতে তুলে দিতে চাইছে রাশিয়া।
স্নোডেনের মার্কিন আইনজীবী বেন উইনজার অবশ্য এ নিয়ে নিশ্চিত হতে পারছেন না। তার দাবি, রাশিয়া এখনও তাকে কিছুই জানায়নি। ধোঁয়াশা কাটছে না স্নোডেনের রুশ আইনজীবী আনাতোলি কুচেরেনা-রও। তার কথায়, ‘‘এ সবই জল্পনা। আদতে, স্নোডেনকে আমেরিকার হাতে তুলে দেওয়ার মতো আইনি ভিত্তিই নেই রাশিয়ার।’ সূত্র : আনন্দবাজার
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৫:৫০পিএম/১২/২/২০১৭ইং)