• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

গোপালগঞ্জের বশেমুরবিপ্রবির পোস্ট গ্রাজুয়েট ডরমিটরি উদ্বোধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০১৮, ৬:৫৩ PM / ৩৫
গোপালগঞ্জের বশেমুরবিপ্রবির পোস্ট গ্রাজুয়েট ডরমিটরি উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পোস্ট গ্রাজুয়েট ডরমিটরি উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এ পোস্ট গ্রাজুয়েট ডরমিটরি উদ্বোধন করেন।

এ সময় জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এম এ সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর বি কে বালা, আইন অনুষদের ডিন মো: আবদুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. নূর উদ্দিন আহমেদ, ইটিই বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: শাহজাহান, বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রকৌশলী এস এম এস্কান্দার আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদী উপস্থিত ছিলেন।
প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এ পোস্ট গ্রাজুয়েট ডরমিটরিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানে নির্মিত হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:৫২পিএম/২৬/৯/২০১৮ইং)