• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

অস্বস্তি


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২২, ১২:৪৭ PM / ১১১
অস্বস্তি

বদরুল হক

________________________________________________

গাড়ি-ঘোড়ার জ্যাম অতি,
দরকার ছিল পাখা!
প্রজাপতি হলে হোতাম,
নয়তো হোতাম পাখি!
উড়াল দিয়া ঢাকা যাইতাম,
বন্ধ করে আঁখি!
শিকারীর চোখ ফাঁকি দিয়ে,
বসে যেতাম শাখে!
সুযোগ বুঝে নেমে যেতাম,
লোকচক্ষুর ফাঁকে!
ডানা দুটো লুকিয়ে রেখে,
যেতাম ঠিকানায়!
এমন করে চলা গেলে,
জ্যামে কি আর পায়?
কালো ধোয়া, বীকট হর্ণ,
আর সহ্য নাহি হয়!
চাকার নিচে পিষ্ট হয়ে,
আছে মরার ভয়!