• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

মামুন রনি’র কবিতা আকাশ


প্রকাশের সময় : জুন ২৭, ২০১৮, ১০:৫৯ AM / ৩০
মামুন রনি’র কবিতা আকাশ

মেঘের খেলায় মাতোয়ারা আকাশ
নেচে যায় অবিরাম দিক দিগন্তে
ঢেলে যায় ধারা নিবিড় তমসায়
আকুতির ঝড় তোলে হৃদয় বনে।
ঢেকে যায় চাঁদ, ঢেকে যায় তারা
বর্ষণে ঝিমায় চারদিক, স্তব্ধ চারপাশ
কড়া নাড়ে তাল পাতার দ্বারে
প্লাবন ধেয়ে চলে মাটির বুকে
ভরে ওঠে পুকুর-ঘাট-নালা-খন্দক
জোয়ার আসে প্রকৃতির বুকে
জোয়ার বয়ে চলে মনের গহিনে।
নানা কথা, নানা ভাব, জনমের ব্যথা
সমহারে বেজে ওঠে বাহিরে ভেতরে
কাঁদায় কাদা হয় সকল উঠোনে।
হায় বরষা, তুমি আঘাত কর অশান্ত শর্বরে
থর থর কেঁপে ওঠে তনু-মন গর্জনে
তুমি দোলাও, তাই প্রিয় তুমি আমার
প্রিয় তোমার দান, প্রিয় তুমি ঋতু চালে।