• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

কটিয়াদীতে সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪, ১২:৪৯ AM / ২৭
কটিয়াদীতে সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে, “সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সার্বজনীন”,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪শে এপ্রিল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে সার্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার চিত্র তুলে ধরেন,তিনি বলেন এইস্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক অংশ নিতে পারবে,তবে বিশেষ বিবেচনায় ৫০ঊর্ধ্ব নাগরিক গণ ও ১০বছর নিরবিচ্ছিন্ন জমাদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন। সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মশালার সভাপতি নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, এই পেনশন স্কিমে জনগণ কি ধরনের সুযোগ সুবিধা পাবে, চারটি ভাগে অর্থাৎ প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এ গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি উপস্থিত জনগণ এবং সরকারি কর্মচারী কর্মকর্তা, আগত স্কুল, মাদ্রাসার উপস্থিত শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ সবাইকে এই সার্বজনীন পেনশন স্কিম কার্যক্রমে অংশগ্রহণ করে দ্রুত রেজিস্ট্রেশনের জন্য সবাইকে অনুরোধ করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কটিয়াদী পৌর মেয়র শওকত ওসমান, কটিয়াদি মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ ইব্রাহিম এবং উপস্থিত শিক্ষক ও সাংবাদিক।