• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

বসন্ত বিদায়ের বেলায় (অংশ-১)


প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০১৮, ৩:২১ PM / ৪৫
বসন্ত বিদায়ের বেলায় (অংশ-১)

 পরিমল বিকাশ সূত্রধর
_________________________________________
ববিতা বালা বর্মন
বয়স বায়ান্ন
বাবা বিনোদ বিহারী বর্মন
বাবাপত্নী বিনীতা বসুমল্লিক
বাড়ী বরিশালের বরইতলার বৈষ্ণবপুরে
বিকেলে বাড়ীর বারান্দায় বেত্রকেদারায় বসে।
বাইরে বিড়ালকুকুর বৃষ্টি
বিবেক বিষন্ন!
ব্যাটা বাটুল বর্মনের বিবাহসূত্রে বিদেশে বাস।
বিলাতী বিবির বাপের বনেদী ব্যবসা, বাড়ী।
বাটুল বনেছে বাটলে।
ব্যাটা বেকার, বৌমা ব্যবসায়ী।
বারার্ধ বয়সী বালকসন্তানের বাপ।
বলেছিল বৈশাখে বেড়াবে বাংলাদেশে।
বুকভরা বিশ্বাস ববিতার বছরশেষে বেকার।
বিশ্রী বিশ্রী ব্যামো, বেপরোয়া বাসট্রাক,
বিভৎস্য বাসনিঃসরনকারী বস্তি!
বিলিতি ব্যয়াইসাহেব বেঁকে বসেছেন।
বাটলের বাপের বাড়ী বেড়ানো বন্ধ!
বিক্ষুব্ধ বেচারা বাটলে বাবাজি
বিশ বেলা বাড়ীর বাইরে বিনিদ্র বসে।
বিধি বাম!
ব্যঙাত্মক বাক্যবানে বিধ্বস্ত
বিফল বাটলে বিনা বাক্যব্যয়ে
বাইশতম বেলায় ব্রিস্টলের বাড়ীমুখো।
বস্তুতঃ বন্দীদশা। ব্যথিত বাটুল!
বিবেকের ব্যালকনিতে
বেসুরো বিউগল বাদকের বেশে
বিবির বাবা বেঞ্জামিন ব্রিগেঞ্জা !
ববিতার বহু বছর ব্যাকুলাপেক্ষা।
ব্যাথাক্রান্ত বিবেক বিষোদ্গারে
বিলিতি ব্যায়াইটিকে ।
বিকাশ (বিসূপ)
বিশাগস্ট বিশাঠারো ।