• ঢাকা
  • শুক্রবার, ৩১ মে ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন

সমাজতান্ত্রিক মজদুর পার্টির ঢাকা মহানগর শাখার কমিটি গঠিত


প্রকাশের সময় : মে ৮, ২০২৪, ৬:৩৯ PM / ৫৮
সমাজতান্ত্রিক মজদুর পার্টির ঢাকা মহানগর শাখার কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি : ৭ মে(মঙ্গলবার) পার্টি অফিসে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক মজদুর পার্টির ঢাকা মহানগর শাখা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক টনিক প্রামানিক, সদস্য ইলত্যুৎ মন্ডল, শিমুল মোল্লা, আনন্দ আহাম্মদ, মৃত্তিকা বেগম, দ্বীন ইসলাম, নাঈম সিদ্দিকী মাসুম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আলী হোসেন, সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বিএনপিসহ বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলনে সমাজতান্ত্রিক মজদুর পার্টির নবগঠিত ঢাকা মহানগর শাখা কমিটির সদস্যরা শক্তিশালী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।