• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

নিষিদ্ধ পাকিস্তানের খালিদ লতিফ ও শারজিল খান


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৭, ২:৪৪ PM / ৩৭
নিষিদ্ধ পাকিস্তানের খালিদ লতিফ ও শারজিল খান

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : পাকিস্তানের দুই ক্রিকেটার খালিদ লতিফ ও শারজিল খানকে সাময়িক নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুর্নীতির অভিযোগে তাদের উপর এই নিষেধাজ্ঞা নেমে এসেছে।

দুবাইয়ে গত বৃহস্পতিবার শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুজনই খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। নিষেধাজ্ঞার পর তাদের দুবাই থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিজেদের প্রথম ম্যাচে অবশ্য খালিদ লতিফ সেরা একাদশে ছিলেন না। শারজিল থাকলেও ব্যক্তিগত ১ রানে হাস্যকরভাবে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন।

পিসিবি থেকে জানানো হয়, গোপন সূত্রে খবর পাওয়া যায় পিএসএলকে কলুষিত করতে একটি আন্তর্জাতিক চক্র অবৈধ টাকার লেনদেন করছে। বিষয়টি খতিয়ে দেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট ও আকসু। অভিযোগ পাওয়ায় শারজিল ও লতিফকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। খেলাটির (পিএসএল) সততা রক্ষার স্বার্থে আইসিসির সাহায্য নিয়ে পিসিবি বৃহৎ পরিসরে যে তদন্ত করছে, এবং সেটি চলতে থাকবে।

পিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়, তারা দুজন পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজিত যেকোনো টুর্নামেন্ট এবং আইসিসি সমর্থিত যেকোনো আয়োজনে নিষিদ্ধ থাকবেন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:৪২পিএম/১১/২/২০১৭ইং)