• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১০ অপরাহ্ন

গান – প্রেম ও প্রকৃতি


প্রকাশের সময় : জুন ২৮, ২০১৮, ৮:৫০ PM / ২৮
গান – প্রেম ও প্রকৃতি

 আবু নাসির

___________________________________

শ্যামল রূপ তার নীলাভ আঁখি
বলো মনে তারে কোথায় রাখি।

আহা! মরি মরি ও রূপ হেরি
তার রূপে মজে হলাম সুখী
বলো মনে তারে কোথায় রাখি।

দূর সবুজের মাঠের মাঝে
যখন সবুজ রূপে সাজে
নীল আঁখিতে মায়ার দ্যুতি
তখন ধরা শ্যামল রূপে দেখি
বলো মনে তারে কোথায় রাখি।

তার নয়নে রাখলে নয়ন
আমি নিজে হই হরণ
আমি ধরি তার বরণ
নিজে আমি হলাম মেকি
বলো মনে তারে কোথায় রাখি।