• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

কোরবানী – মহুয়া বাবর


প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০১৮, ১:৫৯ PM / ৪০
কোরবানী – মহুয়া বাবর

ঈদের খুশি , ঈদের হাসি
করছে সবাই হাটবাজারি
টাকা পয়সায় দর কষাকষি
ক্রেতা বিক্রেতার কথা কাটাকাটি
কোন পশুটা দামে স্বস্তা
গরু, খাসি কিংবা দুম্বা
হিসেব মতো পেলেই তো বাজিমাত্
মনের ভেতর বেজে ওঠে ধিন তাক্

আসল হিসেব করছো কি ভাই
কোরবানী দিতে ভেবে নিও তাই
আল্লাহ্ রসূলের উম্মত যদি হই
গরীবের হক তবে আগে দেই

এই মাংস শুধু নয় ভোজন
নয় বিলাসিতার আয়োজন
গরীবের মাঝে করো বিতরণ
তবেই হবে খাঁটি কোরবান
সৎ উপায়ে করো ক্রয়
অসৎ উপার্জনে নয়
আত্মশুদ্ধি দিয়ে হয় পাওয়া
আল্লাহ্ কে খুশীর তাকওয়া।