• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

এখন প্রেমের নাম দর্দে-ডিস্কো


প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০১৮, ১:০৯ PM / ৩৫
এখন প্রেমের নাম দর্দে-ডিস্কো

রফিক সুলায়মান  
_________________________________________
আগে ছিলো দর্দে-মোহাব্বত অথবা দর্দে-ইশক
এখন এসেছে দর্দে-ডিস্কো
জীবযাপনের সংজ্ঞা পালটে যাইতেছে দ্রুত

কবিগুরু একবার লিখেছিলেন ‘চরবে গোরু খেলবে রাখাল এই মাঠে’
শেষজীবনে এসে লিখলেন ‘পূবদিকের মাঠে চরবে গোরু।’
আগে লিখেছিলেন, ‘রাঙামাটির রাস্তা বেয়ে হাটের পথিক চলে বেয়ে।’
শেষে লিখলেন, ‘রাঙামাটির রাস্তা বেয়ে গ্রামের লোক যাবে হাট করতে।’
একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা।
নিজের সঙ্গে নিজের রিপিটেশন।
কিন্তু ইশক আর ডিস্কোতে আছে কি কোন কানেকশন?

এখন সময় ফাস্ট, ভেরি ভেরি ফাস্ট
এখন প্রতিযোগিতা গ্রহে-অনুগ্রহে এক সাইবার জেনারেশন
ভালোবাসা এক ইরাডিকেশন আজকাল

এখন প্রেমিকারা যদি চলে যায় আরেক পুরুষের হাত ধরে
আমরা বলি, পুরাতন খেলনা গরিবদেরকে বিলিয়ে দেয়াই ভালো।

এখন প্রেম জমকালো
এখন প্রেমের নাম দর্দে-ডিস্কো।