• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

আমার শখের বাগান


প্রকাশের সময় : জুন ২৩, ২০১৮, ২:৩৬ PM / ৩৩
আমার শখের বাগান

আলাউদ্দিন গাজী

_____________________________________________________

সকালে শেভ করতে করতে
এটা-ওটা কথা বলি গিন্নির সাথে ।
বেসিনটা ঠিক রান্নাঘরের পাশে
রেখার নিত্য দিনের ব্যস্ততা
সকালের নাস্তা বানানো নিয়ে।

সেদিন কথা হচ্ছিল ছাদের বাগান নিয়ে বললাম,’জানো, কামরাঙা গাছে ফুল এসেছে।’
ঘাড় ফিরিয়ে দেখলো আমাকে
আনন্দে ভরে উঠেছে লালচে মুখটা ।

ও বলল, ‘কাল অনেক শেফালি কুড়িয়েছি’
শিউলি ফুটেছে অজস্র
আর জুঁই থোকায় থোকায়।
অনেক কষ্টে ধীরে ধীরে
গড়ে তুলেছি বাড়ির ছাদে
শখের বাগান ।

কুল গাছে ধরেছে কুল
পেয়ারা গাছে এসেছে ফুল
একদিন ফুলে ফুলে ভরে
উঠবে বাগান,
আমি থাকবো না,
থাকবে না রেখা ,
প্রজন্মের কাছে
থাকব প্রতীক হয়ে।