• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

আফলাতুন নাহার শিলু ‘র দুটি কবিতা


প্রকাশের সময় : জুন ৩০, ২০১৮, ১২:১৫ PM / ৩৮
আফলাতুন নাহার শিলু ‘র দুটি কবিতা

 
প্রতীক্ষা

________________________________

পৃথিবীর ঝলসানো রোদে
জীবনের সীমানা খুঁজে ফিরি নির্বোধ চোখে
জীবনের সব সাধ একে একে নিভে গেলে
অন্ধকার আসে মৃত্যুর কাফন পরে,
তবু জীবন পড়ে থাকে মৃত্যুহীন অভিমানে
হয়তো তখনো আকাশে পূর্ণিমার চাঁদ
চেয়ে থাকে হরিণীর মত চোখে।
মনে হয় , সাগরের তীরে পরাজিত নাবিক
পাল তোলে বিবাগী সমুদ্রে
উদাসীন চোখে খোঁজে জীবনের উদ্বেগ,
বিক্ষুদ্ধ ক্লান্ত পথিক।
রাত জাগা পাখির কান্না শুনে
জীবনের সব ক্লান্তি একে একে মুছে ফেলে
পথ চলে সামনের বিস্তৃর্ণ মরুভূমিতে
পরিশ্রান্ত এই পৃথিবীর পথে পথে
বিপন্ন এই মন নিয়ে
শুধু তোমার প্রতীক্ষার কাল গুনে।

কষ্ট

________________________________________

মনের ভিতর জমাট বাঁধা কষ্টগুলো
মাঝে মাঝে উঁকি দেয় ভোরের সূর্যোদয়ের মতো।
জানিনা! কখন অস্তমিত হবে নিরেট ব্যথাগুলো
গোধুলী-লগ্নের রক্তিম আভা ম্লান করে দিবে
যণ্ত্রণার রংগুলো।
নতুন সূর্যের মতো আলোকিত হবে হৃদয়,
আন্দোলিত হবে হৃদয় প্রাঙ্গনের বৃক্ষগুলো,
আশার প্রদীপ জ্বলবে মনের আঙিনায়,
অপেক্ষার প্রহর শেষ হবে ভালবাসার ছোঁয়ায়।