• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

আকাশ – ২


প্রকাশের সময় : জুন ২৮, ২০১৮, ৮:৫৫ PM / ৩৮
আকাশ – ২

মামুন রনি

_____________________________________________

যখন বিকেলের রোদ এসে পড়তো তোমার গায়
তুমি প্রসন্ন হয়ে উঠতে আকাশের মতো
তোমার শরীরে খেলা করতো শরতের কাশ
আর হয়ে যেতে চঞ্চল ছুটে চলা মেঘের দল।
তোমার বিকেলে আমিও ছিলাম
ছিলাম শিহরণ জাগানো বাতাসের মতো
তোমার ভেতর বাহির, এপার ওপার মাতিয়ে
আমিও খেলা করতাম তোমার প্রহরে
ঘাসের সাথে কান পেতে শুনতাম পদধ্বনি
মেতে উঠতাম তোমার চোখের পলকে পলকে।

তোমার দিন ফুরিয়ে যেতো না সন্ধ্যার ডাকেও
ঘরে ফেরা ডাহুকের শেষ হাক শুনতাম তোমার সাথে
তুমি ঝিঁঝিঁর ডাক শুনতে শুনতে ঘরে ফিরতে
তোমার আমার মিলনের দেয়াল ছিলো শুধুই অন্ধকার
তাই আমি রাত হলেই থাকতাম আলোর প্রতিক্ষায়,
আমি এখনও আলোর জন্য উন্মুখ হয়ে থাকি
তুমি কি হাতছানি দিয়ে এখনও বিকেলকে ডাকো?