• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

অথঃ শিশুপাঠ ‘ল’ এবং ‘লা’


প্রকাশের সময় : জুন ২৫, ২০১৮, ৫:৫৪ PM / ৪২
অথঃ শিশুপাঠ  ‘ল’ এবং ‘লা’

দিলীপ গুহঠাকুরতা

______________________________________

কাল এসো আজ নয়, তুমি কি হে কালা !
বরিশালের খাল আর মায়ের বোন খালা।

গাল দেয়া ভালো নয়, করো সিল গালা,
চাল রেঁধে ভাত হয়, ঘরে দেই চালা।

দারুচিনির ছাল ভালো, আম ভরা ছালা,
জাল দিয়ে মাছ ধরে, গুড় ভরা জালা।

লঙ্কার ঝাল আর সেতারের ঝালা,
তাড়ি খেয়ে টাল হলে করো তারে টালা।

পাতা ভরা ডাল, নাও ফুল ভরা ডালা,
ঢাল ছাড়া নিধিরাম, শুধু টাকা ঢালা।

মাথা উঁচু তাল গাছ, চোর ভাঙে তালা,
নাল জমি সমতল, কাছে রাখো নালা।

পাল তোলা নৌকো, যাত্রার পালা,
ধীরে চলে মাল গাড়ি, কণে গাঁথে মালা।

লাল রঙা মিষ্টি – মুখে আসে লালা,
গায়ে দিয়ে শাল – আসে বৌ, সাথে শালা