• ঢাকা
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

বার ব্লগার আরশিকে বিয়ে করলেন নোবেল


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ৩:৫৬ PM / ২১৩
বার ব্লগার আরশিকে বিয়ে করলেন নোবেল

বিনোদন ডেস্ক : সারেগামাপা খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। বিতর্ক যেন তার নিত্যসঙ্গী। সালসাবিল মাহমুদের সঙ্গে চলতি বছর ডিভোর্সের পর এবার বিয়ে করলেন ব্লগার ফারজান আরশিকে। বিয়ের বিষয়টি নোবেল তার ফেসবুক প্রোফাইলে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।

নোবেলের স্ত্রী ফারজান আরশির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি খুলনার ফুড ব্লগার নাদিম আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুই বছর সংসার করেছেন তারা। তবে চলতি বছরের জুলাইয়ে নোবেলের প্রেমে পাগল হয়ে ফারজান আরশি তার প্রথম স্বামী নাদিম আহমেদের সংসার ছেড়ে বিয়ে করলেন গায়ক নোবেলকে।

জানা গেছে, চলতি বছরের মে মাসে প্রতারণার মামলায় জেল থেকে বের হয়ে নিজ জেলা গোপালগঞ্জে অবস্থান করেন নোবেল। সেসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় ব্লগার ফারজান আরশির সাথে।

এরপর বেশ কয়েকবার তারা নড়াইলের অরুণিমা রিসোর্টে দেখা করেন। আরশির বাড়ি খুলনায়। পড়াশোনাও করেছেন খুলনায়। এরপর খুলনাতেও বেশ কয়েকবার দেখা হয়েছে নোবেল ও আরশির। তবে গুঞ্জন রয়েছে নোবেলর সঙ্গে পরিচয়ের পরে ফারজান আরশি তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছেন।

এ নিয়ে সোমবার সকালে আরশির প্রথম স্বামী ফুড ব্লগার নাদিম আহমেদ তার ফেসবুক প্রোফাইলে নোবেলকে নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

এ বিষয়ে নোবেলের সঙ্গে প্রতিবেদকের কথা হলে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হয়নি নোবেল। তবে সব স্বীকার করেছেন নোবেল। এসময় নোবেল জানান, শিগগির আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে বিয়ের বিষয়টি তুলে ধরবেন।

২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় সাবেক স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদের। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা।

এদিকে নোবেলের বর্তমান স্ত্রী ফারজান আরশির ২০২১ সালের ৮ জানুয়ারি তার সাবেক স্বামী ফুড ব্লগার নাদিম আহমেদকে বিয়ে করেন। ২০১৪ সাল থেকে তাদের প্রেমের সম্পর্ক ছিল। ২০২১ সালে ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন তারা।