• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

৩৮তম বিসিএস : ঈদের আগেই সার্কুলার, মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০


প্রকাশের সময় : জুন ৮, ২০১৭, ১০:২৩ PM / ৩৪
৩৮তম বিসিএস : ঈদের আগেই সার্কুলার, মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ঈদুল ফিতরের আগেই ৩৮তম বিসিএসের সার্কুলার দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এছাড়াও সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীতে ২০০ নম্বরের যে পরীক্ষা হয়, তাতে ৫০ নম্বর থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে। পরীক্ষার প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই হবে। শিক্ষার্থীরাও যে কোনো একমাধ্যমে উত্তর লিখতে পারবে।

বিসিএসের অনলাইন আবেদনে জাতীয় পরিচয়পত্রের নম্বর দেয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এসব তথ্য নিশ্চিত করে বলেন, “বৃহস্পতিবার একটি বৈঠকে বিসিএসে পরীক্ষা পদ্ধতিতে কিছু বিষয় সংযোজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ৩৮তম বিসিএস থেকে এসব নতুন দিক যুক্ত করা হবে। ঈদের আগে এই বিসিএসের সার্কুলার দেয়ার চিন্তাভাবনা আছে।”

বিসিএস পরীক্ষার উত্তরপত্র দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন বলেও জানান তিনি।

আসন্ন ৩৮তম বিসিএস পরীক্ষায়ই নতুন এই নিয়ম প্রবর্তন করা হবে। এছাড়া আবেদন পর্ব থেকে শুরু করে খাতা মূল্যায়ন পর্যন্ত আরও বেশকিছু পরিবর্তন আসছে।

গত ফেব্রুয়ারির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ক্যাডারের ২হাজার ৪২ পদে প্রার্থী নিয়োগের কথা রয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:২২পিএম/৮/৬/২০১৭ইং)