• ঢাকা
  • রবিবার, ১২ মে ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

২৯ আগস্ট ঢাবিতে ভর্তির অনলাইন আবেদন শেষ


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০১৭, ৪:০০ PM / ৩২
২৯ আগস্ট ঢাবিতে ভর্তির অনলাইন আবেদন শেষ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া আগামী ২৯ আগস্ট মঙ্গলবার রাত ১০টায় শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গত ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করেন।

এ বছর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা রয়েছে সাত হাজার ৫৩টি। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটে এক হাজার ৭৬৫টি, কলা অনুষদভুক্ত খ-ইউনিটে দুই হাজার ৩৬৩টি, ব্যয়সায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটে এক হাজার ২৫০টি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটে এক হাজার ৫৪০টি এবং চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ছয় হাজার ৮০০টি। এ ছাড়া, জাপান স্টাডি বিভাগেও এ বছর শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান ভিসি। এতে আসন রয়েছে ৩০টি।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৩:০০পিএম/২৬/৮/২০১৭ইং)