• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

২২ জানুয়ারি গাজী রাকায়েতের নির্দেশনায় ‘শেষ নবাব’


প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০১৮, ৬:৫২ PM / ৩১
২২ জানুয়ারি গাজী রাকায়েতের নির্দেশনায় ‘শেষ নবাব’

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আগামী ২২ জানুয়ারি (সোমবার) সাড়ে ছয়টায় ৮ম বারের মতো রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে চারুনীড়ম থিয়েটারের নাটক ‘শেষ নবাব’। শেষ নবাব চারুনীড়ম-এর ৫ম প্রযোজনা। প্রথিতযশা নাট্যকার সাঈদ আহমদ রচিত শেষ নবাব নাটকটির নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত।

সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে স্বাধীন ভূখণ্ডের একজন মুক্তিকামী মানুষের সংগ্রামের অন্য নাম সিরাজ-উদ-দৌলা। তিনি বাংলার শেষ নবাব। শেষ নবাব মানেই সবকিছু শেষ নয়। যেখানে শেষ, সেখান থেকেই শুরু হয়েছে নতুন উদ্যম, নতুন স্বপ্ন। সেই স্বপ্নের কথাই নাটকের শেষ দৃশ্যে নবাব সিরাজ-উদ-দৌলার কণ্ঠে বারবার ধ্বনিত হয়। ‘সিরাজ পরাজিত হয়েছে, এ দেশ পরাজিত হয়নি, এ দেশের মানুষ পরাজিত হয়নি।’

নাটকটিতে বাংলার শেষ নবাব সিরাজ-উদ-দৌলাকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। ১৭৫৭ সালে পলাশী যুদ্ধে সিরাজের পরাজয়ে শুধু মীর জাফরের বেইমানি নয়, নবাবের দূরদর্শিতা, বুদ্ধিমত্তা ও নেতৃত্বের দুর্বলাতাকেও নান্দনিক ভঙ্গিমায় পরিবেশন করা হয়েছে।

নাটকে নবাব সিরাজ-উদ-দৌলা চরিত্রে অভিনয় করছেন আখন্দ জাহিদ। মীর জাফর চরিত্রে গাজী রাকায়েত, ঘসেটি বেগম চরিত্রে চামেলী সিনহা, রবার্ট ক্লাইভ চরিত্রে আল-মোতাসসিমসহ বিভিন্ন চরিত্রে মোট ১৬ জন নাট্যকর্মী অভিনয় করছেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:৪৮পিএম/৯/১/২০১৮ইং)