• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

স্মার্টফোন নিয়ে প্রশ্ন আনতে গিয়ে ৩ শিক্ষক আটক!


প্রকাশের সময় : এপ্রিল ২, ২০১৭, ৯:০২ PM / ৪১
স্মার্টফোন নিয়ে প্রশ্ন আনতে গিয়ে ৩ শিক্ষক আটক!

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : স্মার্টফোন সঙ্গে নিয়ে ট্রেজারি থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র আনতে যাওয়ায় তিন শিক্ষককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

২ এপ্রিল রোববার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি ট্রেজারি থেকে তাদের আটক করা হয়।

আটককৃত শিক্ষকরা হলেন- হাবিবুল্লাহ বাহার কলেজের সহযোগী অধ্যাপক আবদুর রশীদ এবং টি অ্যান্ড টি মহিলা কলেজের প্রভাষক নাঈমা নাসরীন ও মাহবুবুর রহমান।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘তাদের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থাও নেওয়া হবে, কোনোভাবেই রেহাই পাবেন না।’

তিনি সাংবাদিকদের জানান, তারা তো সেখানে (ট্রেজারিতে) স্মার্টফোন নিয়ে যেতে পারেন না, নিয়মই নাই। এর মানে (প্রশ্ন) বের হওয়ার সাথে সাথে ফেইসবুকে চলে যায়।

উল্লেখ্য, পরীক্ষা কেন্দ্রে একমাত্র কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারলেও তা স্মার্টফোন হওয়া যাবে না। কেন্দ্র সচিবের বাইরে কোনো শিক্ষকই মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:৫৫পিএম/২/৪/২০১৭ইং)