• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

স্বস্তির অধিনায়ক না থাকলে খেলব কীভাবে : পাপন


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৩, ১২:২৬ AM / ৯৯
স্বস্তির অধিনায়ক না থাকলে খেলব কীভাবে : পাপন

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অবসর ভেঙে। অবশ্যই এটা বড় স্বস্তির খবর। স্বস্তি পাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। আগের দিনই তিনি বলেছিলেন, তামিম এখনও দলের অধিনায়ক, বিসিবি তার পদত্যাগপত্র গ্রহণ করবে না।

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর স্বস্তির হাসি দেখা গেলো পাপনের চোখেমুখে। তামিমকে গণভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। প্রধানমন্ত্রীর অনুরোধে তামিম অবসর প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

তামিমের এই ফেরা প্রসঙ্গে পাপন গণমাধ্যমের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের বলেন, ‘আমার সবসময় একটা ধারণা হয়েছিল সংবাদ সম্মেলনটা দেখে। এতো ক্ষোভ, হয়তো ও আবেগেই সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল,ওর সঙ্গে সামনাসামনি বসতে পারলে হয়তোবা এর একটা সমাধান পাবো। আজ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে তা ফিরিয়ে নিয়েছে। সে অবসর নেয়নি।’

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর অবসরের ঘোষণা দেন তামিম। এখন ফেরার সিদ্ধান্ত জানালেও আপাতত মাঠে দেখা যাবে না তাকে। দেড় মাসের বিশ্রাম নিয়েছেন দেশসেরা ওপেনার। সেটা কেন?

পাপন জানালেন, ‘সে যেহেতু শারীরিক ও মানসিকভাবে এখনও ফিট না। সে জন্য সে দেড়মাস ছুটি নিয়েছে। এই দেড়মাসে পুনর্বাসনে থেকে খুব শিগগিরই সে আমাদের ক্রিকেটে ফিরে আসবে। ’

তামিম অবসর ভেঙে ফেরায় বিসিবির প্রতিক্রিয়া কি? এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘অবশ্যই আমাদের জন্য স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে, তাহলে খেলব কীভাবে?’