• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

স্বপ্ন’র উদ্যোগে রাবিতে একুশে গ্রন্থমেলার উদ্বোধন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০১৭, ১০:২০ PM / ৪৬
স্বপ্ন’র উদ্যোগে রাবিতে একুশে গ্রন্থমেলার উদ্বোধন

 

ঢাকারনিউজ২৪.কম, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন’র উদ্যোগে ‘অমর একুশে গ্রন্থমেলা-১৭’ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর মিজানউদ্দিন উদ্বোধন ঘোষণা করেন।
স্বপ্নের সভাপতি সাজিদুর রহমান রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রক্টর প্রফেসর মুজিবুল হক আজাদ খান, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর নাজমা আফরোজ।
এ সময় রাবি ভিসি প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, একটি সেচ্ছাসেবী সংগঠনের এ আয়োজন অনেক ভাল উদ্যোগ। ভাষার মাসে এই আয়োজন আমাদেরকে অনুপ্রাণিত করে। আমি আশা করি, আগামীতে শুধু স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নয় প্রতিটি বিভাগ এমন আয়োজন করবে।
মেলাটি ১৩ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:১৫পিএম/১৩/২/২০১৭ইং)