• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি


প্রকাশের সময় : মে ৫, ২০২৪, ১০:৫৮ PM / ৫৮
বাগাতিপাড়ায় প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি

ফজলে রাব্বি, বাগাতিপাড়া নাটোর : নাটোরের বাগাতিপাড়া নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠছে উপজেলা পরিষদ নির্বাচনে। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। (২ মে) প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ।

বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির একজনসহ ৫ চেয়ারম্যান প্রার্থী,৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। প্রতীক পেয়েই ১১ প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন তারা। তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

পোস্টার টানানো ও মাইকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট ও দোয়া প্রার্থনা করছেন। সেই সঙ্গে উঠান বৈঠক ও নির্বাচনি সভা অনুষ্ঠিত হচ্ছে। হাটবাজার, চা-পানের দোকান ও হোটেল-রেস্টুরেন্টগুলো সরগরম। এলাকায় বইছে নির্বাচনী আমেজ।

এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে- পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন (শালিক পাখি), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন (দোয়াত-কলম), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ (আনারস), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক (মোটরসাইকেল) এবং জান্নাতুল ফেরদৌস (ঘোড়া) প্রতীক পেয়েছেন।

উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি এবং বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী (চশমা), সাবেক উপজেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমানুর রহমান (উড়োজাহাজ), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাব আলী (তালা) ও সেলিম রেজা (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন। অপরদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা (ফুটবল), ও মিতা বেগম শিবলী (কলস) প্রতীক পেয়েছেন।

এছাড়াও উচ্চ আদালত হতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন তার প্রার্থীতা ফিরে পেয়েছেন তবে রায়ের কপি সংশ্লিষ্ঠ দপ্তরে আসার পর তার প্রতীক দেয়া হবে বলে প্রার্থী সূত্রে জানা গেছে।