• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

স্পেনে সেরার ‍পুরস্কার পেলেন জয়া আহসান


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২০, ১০:২৬ PM / ৬৮
স্পেনে সেরার ‍পুরস্কার পেলেন জয়া আহসান

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : টালিগঞ্জের ‘রবিবার’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০-এ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার পেলেন অভিনেত্রী জয়া আহসান।

ছবির পরিচালক ও চিত্রনাট্যকার অতনু ঘোষ একই ক্যাটাগরিতে সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে বলে চলচ্চিত্র উৎসবের ওয়েব সাইটে জানানো হয়েছে।

অতনু ঘোষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জয়া আহসান এক বিবৃতিতে বলেন, “বিদেশি চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার দেওয়া হয়েছে আমাকে।

“এত এত ছবি আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এল, সিংহভাগ অবদানই তোমার। এমন একটা ছবি তুমি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য কি আমার হতো? রবিবারের সব শিল্পী আর কুশলীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।”

‘রবিবার’ চলচ্চিত্রে জয়ার সঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত বছরের ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তির পর চলতি বছরের শুরুতে বাংলাদেশেও আমদানি করে মুক্তি দেওয়া হয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:২৫পিএম/১০.১২.২০২০ইং)