• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

স্কুল জাতীয়করণ দাবিতে তিন পার্বত্য জেলায় মানববন্ধন


প্রকাশের সময় : মার্চ ২৯, ২০১৭, ৩:৪৬ PM / ৩৯
স্কুল জাতীয়করণ দাবিতে তিন পার্বত্য জেলায় মানববন্ধন

ঢাকারনিউজ২৪.কম:ঢাকা:

তিন পার্বত্য জেলার শতাধিক স্কুল জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি।

গতকাল মঙ্গলবার একই দাবিতে প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক নেতারা। বুধবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করবেন তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, কোনো কোনো এলাকায় উপজেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা অনৈতিক অর্থের বিনিময় নীতিমালার বহির্ভূত কিছু বিদ্যালয়ের তালিকা পাঠিয়ে জাতীয়করণ করেছে। ফলে সারা দেশে প্রায় এক হাজারেরও বেশি বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে। তাদের মধ্যে পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির শতাধিক স্কুল জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে।

তারা পার্বত্য জেলার বাদপড়া স্কুলগুলোকে জাতীয়করণে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে। পার্বত্য জেলা থেকে আগত শিক্ষক আমির হোসেন বলেন, আমাদের লংগধু থানার পশ্চিম চালইতা তলীর স্কুল ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সাল থেকে আমরা সমাপনী পরীক্ষা দিয়ে আসছি। জাতীয়করণের সকল শর্ত পূরণ করেও আমাদের স্কুলটি জাতীয়করণ হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় সভাপতি গিয়াস উদ্দিন, মহাসচিব মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক শাহানাজ পারভীন প্রমুখ।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৩.৪৫ পিএম/২৯//২০১৭ইং)