• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

বর্নাঢ্য আয়োজনে ঠাকুরগাঁওয়ে মহান মে দিবস পালিত


প্রকাশের সময় : মে ১, ২০২৪, ১১:৫২ PM / ২৩
বর্নাঢ্য আয়োজনে ঠাকুরগাঁওয়ে মহান মে দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হচ্ছে মহান মে দিবস। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

বুধবার সকালে দিবসটি উপলক্ষে “শ্রমিক বাংলাদেশ ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে শ্রমিকদের বিভিন্ন সংগঠনগুলো।

পরে র‌্যালীগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে মিলিত হয়।

র‌্যালীতে অংশ নেয় ঠাকুরগাঁও জেলা শাখার জাতীয় শ্রমিক লীগ, নির্মান শ্রমিক, ট্রাক ও ভ্যান শ্রমিক লীগ, কুলি শ্রমিক ইউনিয়ন, জেলা শ্রমিক ঐক্য পরিষদ, জেলা মটর শ্রমিক পরিবহণ ইউনিয়ন, হোটেল এবং রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক প্রতিষ্ঠানের নেতা-কর্মচারীরা।

র‌্যালী শেষে এক আলোচনা সভায় শ্রমিক নেতারা দৃঢ় কণ্ঠে বলেন, আমরা শ্রমিকরা যেভাবে নির্যাতিত, শোষিত, হচ্ছি। এই মে দিবসে যদি আমরা ঐক্যবদ্ধ্য না হই তাহলে আমাদের টিকে থাকার কোন সুযোগ নাই।