• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

সিলেটে জঙ্গি হামলার ঘটনায় ভারত সীমান্তে সতর্কতা


প্রকাশের সময় : মার্চ ২৭, ২০১৭, ১:৫৩ PM / ২৮
সিলেটে জঙ্গি হামলার ঘটনায় ভারত সীমান্তে সতর্কতা

ঢাকারনিউজ২৪.কম:

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ার আতিয়া মহলে জঙ্গি আস্তানা ঘিরে সেনাবাহিনীর ‘অপারেশন টুয়াইলাইট’ চলছে। এ পরিস্থিতিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের নজরদারি বাড়িয়েছে।

শিলংয়ে বিএসএফের আসাম-মেঘালয় কমান্ড বেইজের এক কর্মকর্তা জানান, সিলেটের ওই অভিযানের কারণে জঙ্গিরা পালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে বলে তারা মনে করছেন। এ কারণে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরো জানান, বাংলাদেশে যখন তারা চাপে থাকে তখন ভারতে ঢোকার চেষ্টা করে বলে আমরা আগের অভিজ্ঞতায় দেখেছি। এটা একটা সাধারণ প্রবণতা। এ কারণেই আসাম-মেঘালয় সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে।

আসাম গোয়েন্দা পুলিশের প্রধান পল্লব ভট্টাচার্যও সীমান্ত ও তার রাজ্যে নজরদারি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন।

তিনি বলেন, গত ছয় মাসে ‘বাংলাদেশ থেকে প্রবেশ করা ৭০ জনের বেশি জঙ্গিকে’ আটক করেছে আসাম পুলিশ। আমাদের কেবল সীমান্তে সতর্কতা বাড়ালে চলবে না। অবৈধ অভিবাসীদের কিছু আখড়ায় নজরদারি বাড়াতে হবে, যেখানে যেন জঙ্গিরা আশ্রয় না পায়।

ভারতীয় নিরাপত্তাবাহিনীকে প্রিমত খিশা নামের এক অস্ত্র চোরাকারবারির বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি ডাউকি-তামাবিল সীমান্তে সক্রিয় বলে গোয়েন্দাদের ধারণা।

উলফার মতো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী এবং জেএমবির মতো জঙ্গি সংগঠনগুলোকে অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে প্রিমত খিশার বিরুদ্ধে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৩টা থেকে আতিয়া মহল ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ চতুর্থ দিনের মতো সেখানে অভিযান অব্যাহত রয়েছে। রোববার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। ভেতরে আরো জঙ্গি আছে বলে তাদের ধারণা।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০১.৫৮পিএম/২৭//২০১৭ইং)