• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

সর্বোচ্চ দরে পুঁজিবাজারের ৯২ প্রতিষ্ঠানের শেয়ার


প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০১৭, ১২:২০ AM / ৫২
সর্বোচ্চ দরে পুঁজিবাজারের ৯২ প্রতিষ্ঠানের শেয়ার

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিনিয়োগকারীদের সক্রিয়তায় প্রত্যেক কার্য দিবসে নতুন রেকর্ড গড়ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরই ধারাবাহিকতায় বাজারের তালিকাভুক্ত ৩২৯টি কোম্পানি ও মিউচুয়্যাল ফান্ডের মধ্যে রোববার লেনদেন শেষে বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছে ৯২টি প্রতিষ্ঠান।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকায় বাজারের অধিকাংশ কোম্পানির শেয়ারের দরেই ঊর্ধ্বমুখী রয়েছে। কিন্তু স্বল্প মূলধনী কোম্পানিগুলোর শেয়ার দরের ঊর্ধ্বমুখী প্রবণতা বাজারে বিরূপ প্রভাব ফেলতে পারে। তারা বলছেন, ঊর্ধ্বমুখী বাজারে প্রত্যেকটি কোম্পানির শেয়ার দর ঊর্ধ্বমুখী হলেও এখনেই সর্তক না হলে বড় ক্ষতির সম্মুখীন হবে বিনিয়োগকারীরা। কারণ, এর আগে ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে বাজারে ব্যাপক দরপতন দেখেছে বিনিয়োগকারীরা।

অনুসন্ধানে দেখা যায়, রোববার দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯২টি কোম্পানি ও ফান্ডের দর বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। যা ডিএসইর তালিকাভুক্ত কোম্পানিগুলোর ২৭.৯৬ শতাংশ।

আফতাব অটোমোবাইলসের রোববার সর্বোচ্চ দর ছিল ৬৬ দশমিক ৬০ টাকা। যদিও দিনশেষে কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৩৮ শতাংশ বা শূন্য দশমিক ৯ টাকা কমে ৬৪ দশমিক ৫০ টাকা সমাপনী বাজার দর নির্ধারণ হয়। এর আগে গত এক বছরে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৬৬ দশমিক ৬০ টাকা ও সর্বনিম্ন দর ছিল ৪৬ দশমিক ৫০ টাকা। অগ্রণী ইনস্যুরেন্সের শেয়ার রোববার বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। এর আগে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১২ দশমিক ১০ টাকা। আল-আরাফাহ ইসলামী ব্যাংক ফার্স্ট মিউচুয়্যাল ফান্ডের শেয়ার দর প্রায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। রোববার দিনশেষে কোম্পানিটির সমাপনী বাজার দর ছিল ৮ দশমিক ৮০ টাকা। বিগত ৫২ সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ বাজার দর ছিল ৮ দশমিক ৯০ টাকা। রোববার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সর্বশেষ বাজার দর ছিল ১৬ দশমিক ৯০ টাকা। যা কোম্পানিটির বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ বাজার দর। কোম্পানিটির সর্বনিম্ন বাজার দর ছিল ১২ দশমিক ১০ টাকা।

প্রকৌশল খাতের অ্যাপোলো ইস্পাত রোববার সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। রোববার কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ২৩ দশমিক ৮০ টাকা। যা বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে কোম্পানিটির সর্বনিম্ন বাজার দর ছিল ১৪ দশমিক ৫০ টাকা। এশিয়া ইনস্যুরেন্সের শেয়ার রোববার সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। এসময় কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩ টাকা। বারাকা পাওয়ারের শেয়ার রোববার সর্বোচ্চ ৪১ দশমিক ২০ টাকায় লেনদেন হয়েছে। যা বিগত ১ বছরের মধ্যে সর্বোচ্চ। এসময় কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২৭ দশমিক ৫০ টাকা।

ওষুধ ও রসায়ন খাতের বিকন ফার্মার শেয়ার রোববার প্রায় সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। এসময় কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ২৫ দশমিক ৫০ টাকা। গত এক বছরে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ২৫ দশমিক ৮০ টাকা ও সর্বনিম্ন দর ছিল ১৪ দশমিক ৪০ টাকা। বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকোর শেয়ার রোববার সর্বোচ্চ ৩৭ দশমিক ৫০ টাকায় লেনদেন হয়েছে। যা বিগত ১ বছরের মধ্যে সর্বোচ্চ। এসময় কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২০ দশমিক ৮০ টাকা। বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির শেয়ার রোববার সর্বোচ্চ ২৩ টাকায় লেনদেন হয়েছে। যা বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার দর রোববার বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। এসময় কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৭৪ দশমিক ৯০ টাকা। এর আগে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২৮৫ টাকা।

এছাড়া বেক্সিমকো সিনথেটিক, সেন্ট্রাল ইনস্যুরেন্স, সিটি ব্যাংক, সিটি জেনারেল ইনস্যুরেন্স, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ঢাকা ব্যাংক, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, ইস্টার্ন ইনস্যুরেন্স কোম্পানি, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, এক্সিম ব্যাংক, ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফু-ওয়াং সিরামিক, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ফেডারেল ইনস্যুরেন্স, জিজিবি পাওয়ার, গ্রামীণ ওয়ান-স্কিম ২, গ্রীনডেল্টা মিউচুয়্যাল ফান্ড, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স, আইসিবি, আইসিবি এএমসিএল ফাস্ট এনআরবি মিউচুয়্যাল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়্যাল ফান্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়্যাল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়্যাল ফান্ড, আইসিবি এমফলয়িস প্রভিডেন্ট মি.ফা ১: স্কিম ১. আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মি. ফান্ড, ইফাদ অটো, আইএফআইসি, আইএফআইসি ফাস্ট মি ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়্যাল ফান্ড-১, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ইসলামিক ইনস্যুরেন্স, এমবিএল ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, এমআই সিমেন্ট, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনসিসি ব্যাংক মিউচুয়্যাল ফান্ড ওয়ান, নিটল ইনস্যুরেন্স, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নর্দান জেনারেল ইনস্যুরেন্স, ন্যাশনাল টিউবস, ওয়ান ব্যাংক লিমিটেড, ওরিয়ন ফার্মা, পিপলস ইনস্যুরেন্স কোম্পানি, ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, ফনিক্স ইনস্যুরেন্স কোম্পানি, ফনিক্স ফিন্যান্স, পিএইচপি মিউচুয়্যাল ফান্ড ওয়ান, পাইওনিয়র ইনস্যুরেন্স কোম্পানি, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়্যাল ফান্ড, প্রাইম ব্যাংক, প্রাইম ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিয়ালাইন্স ওয়ান, রিয়ালাইন্স ইনস্যুরেন্স, আরএন স্পিনিং, রূপালি ইনস্যুরেন্স, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সাভার রিফ্যাক্টরিজ, সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, শাহজালাল ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, তাকাফুল ইনস্যুরেন্স, তিতাস গ্যাস, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, উত্তরা ব্যাংক, উত্তরা ফিন্যান্স ও ফার্স্ট জনতা মিউচুয়্যাল ফান্ড।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিএসইর সাবেক সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ পরিবর্তন ডটকমকে জানান, ২০১০ সালের পর থেকে সূচক ও লেনদেনে টানা পতন অব্যাহত থাকায় বাজারের অধিকাংশ কোম্পানির শেয়ারই অবমূল্যায়িত্ব অবস্থায় ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে লেনদেনের টানা উত্থানে গতি ফিরেছে শেয়ার দরে।

তিনি বলেন, বিনিয়োগকারীদের সতর্কভাবে বিনিয়োগ করা উচিত। কারণ,অতিমূল্যায়িত শেয়ারে বিনিয়োগ করলে সেক্ষেত্রে পুঁজি ঝুঁকিতে পড়তে পারে।

এ প্রসঙ্গে স্টারলিংক স্টক অ্যান্ড সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম নাসির উদ্দিন পরিবর্তন ডটকমকে জানান, পুঁজিবাজারে নতুন অর্থ প্রবাহ বাড়ার পাশাপাশি বিনিয়োগকারীদের সম্পৃক্ততাও বাড়ছে। ফলে গত দুই মাসে সামান্য কারেকশন ব্যতীত টানা ঊর্ধ্বমুখী রয়েছে বাজার। যার প্রভাব পড়েছে শেয়ার দরে। (পরিবর্তন.কম)

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:১২এএম/১৬/১/২০১৭ইং)