• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

রাজধানীতে অবৈধ ব্যানার-পোস্টার: ছয় কোচিং সেন্টারের জরিমানা


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০১৭, ২:৫৮ PM / ৩৪
রাজধানীতে অবৈধ ব্যানার-পোস্টার: ছয় কোচিং সেন্টারের জরিমানা

ঢাকারনিউজ২৪.কম:

অবৈধভাবে স্থাপিত ব্যানার, পোস্টার ও দেয়াল লিখন অপসারণ না করার দায়ে ছয়টি কোচিং সেন্টারকে জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিটি কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সোমবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ টিম।

এ সময় ফার্মগেট এলাকার স্কলার কোচিং সেন্টার, প্যারাগন, অইকন প্লাস, সা্ইফুর’স, গ্লোবাল, ও বিসিএস কনফিডেন্সকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া লাইট এন্ড লাইক হাসপাতালকে ৫০ হাজার, মর্জিনা সেনেটারিকে ৫০ হাজার টাকা এবং অবৈধ পাকিংয়ের দায়ে একজন পিকআপ ভ্যান চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০২.৫৮পিএম/১৭//২০১৭ইং)