• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

মুখ


প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০১৭, ৫:৪১ PM / ৩৬
মুখ

দর্পণ কবীর

___________________________________________

মাথার ওপর আকাশটা যে ঝলমলে, চোখের
কোণে যে জল ছিল টলমলে, জলের ছায়ায় হঠাৎ
দেখি তোমার মুখ। স্বপ্ন চোখে মুখ দেখারও 
আছে সুখ। মুখটা অনেক কথা জানে,
বিধি-নিষেধ সবটা মানে, কী জাদু যে আমায় টানে!
মুখটা লাজুক হাত বাড়ালে, খুব অভিমান
না দাঁড়ালে, মাঝে মাঝে মুখটা হাজির
পথে যেতে পথ হারালে। কখনও বা ডাকি যদি
জল গড়িয়ে হয় তা নদী, নদীর বুকে কান পাতি যেই
স্রোত নামেনি অদ্যাবদি। নদী ছেড়ে আকাশ ধরি,
আবার মায়ার ফাঁদে পড়ি, নিজের ভেতর নদী-আকাশ
ইচ্ছে মত ভাঙি-গড়ি। ভাঙা-গড়ার নিত্য খেলা,
জীবনটা এক রঙিন মেলা, তুমি যত বর্ণময়ী,
আমি ধূলোয় পড়ে থাকা নিতান্ত এক অবহেলা।

২৬ আগষ্ট, ১৬। নিউইয়র্ক।