• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

মাগুরায় মসুরক্ষেতে গোড়া পচা রোগের প্রাদুর্ভাব


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০১৭, ১১:০৮ AM / ৩৪
মাগুরায় মসুরক্ষেতে গোড়া পচা রোগের প্রাদুর্ভাব

ঢাকারনিউজ২৪.কম, মাগুরা : চলতি মৌসুমে মাগুরা জেলায় ৩৩ হাজার ৩৬৬ টন মসুর ডাল উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও গোড়া পচা রোগ দেখা দেওয়ায় কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে কৃষি বিভাগের।

১৮ ফেব্রুয়ারি, শনিবার বণিক বার্তায় প্রকাশিত ‘মাগুরায় মসুরক্ষেতে গোড়া পচা রোগের প্রাদুর্ভাব’ শীর্ষক এক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র অনুযায়ী চলতি মৌসুমে জেলায় মোট ২৫ হাজার ১৬০ হেক্টর জমিতে মসুরের চাষ হয়েছে। তবে ক্ষেতে ছত্রাকবাহী গোড়া পচা রোগ দেখা দেওয়ার ফলন নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। মসুরক্ষেতের বিভিন্ন অংশে গাছের শিকড় পচে যাচ্ছে। এতে গাছ হলুদাভ রঙ ধারণ করে কয়েক দিন পরই শুকিয়ে যাচ্ছে।

গাছ একটু বড় হওয়ার পর পরই এ রোগ দেখা দিয়েছে। আর লক্ষ্য পূরণ নিয়ে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে কৃষি বিভাগেরও। তাই রোগ দমনে কৃষকদের সচেতন করার জন্য প্রচারণা চালানো হয়েছে। আক্রান্ত ক্ষেতে প্রোভেক্স (২০০ ডব্লিউ পি) নামের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম পরিমাণে মিশিয়ে স্প্রে করলেও উপকার পাওয়া যায়। (দৈনিক বণিক বার্তা)

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:০৫এএম/১৮/২/২০১৭ইং)