• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:০১ অপরাহ্ন

মনরোগ ধরা পড়বে রক্ত পরীক্ষায়


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০১৭, ১০:৩৪ AM / ৪৯
মনরোগ ধরা পড়বে রক্ত পরীক্ষায়

ঢাকারনিউজ২৪.কম:

মনের অসুখও এবার ধরা পড়বে রক্ত পরীক্ষায়, এমনই দাবি করছে মার্কিন গবেষকদের একটি দল। গবেষকরা বলছেন, মানসিক ভারসাম্য বিঘ্নিত হলে বিভিন্ন হরমোনের ওঠাপড়া ঘটে মানব রক্তে। আর সেই ওঠা-নামাকে সনাক্ত করতে পারলেই নির্ণয় করা যাবে স্কিত্‍‍জোফ্রেনিয়া বা ডিপ্রেশনের মতো মনের অসুখ।

উল্লেখ্য, এভিপি বা Arginine-Vasopressin  নামক হরমোন নির্দিষ্ট মানের চেয়ে বেড়ে গেলে ডিপ্রেশনের লক্ষণ দেখা যায়। আর এই হরমোনের পরিমান কমে গেলে স্কিত্‍‍জোফ্রেনিয়া সনাক্ত করা হয়ে থাকে।

গবেষকদের দাবি, তাদের এই গবেষণালব্ধ আবিষ্কারকে `ফার্মাসিউটিক্যাল ইউজে`র মাধ্যমে ব্যবহারিক চিকিৎসায় সংযুক্ত করতে হবে।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১০.৩৪এএম/২৬//২০১৭ইং)