• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

ব্লাস্ট থেকে রক্ষা পেতে নিজ ক্ষেতে আগুন ধরিয়ে দিল কৃষক!


প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০১৮, ২:৫৯ PM / ৩৮
ব্লাস্ট থেকে রক্ষা পেতে নিজ ক্ষেতে আগুন ধরিয়ে দিল কৃষক!

 

সাওরাত হোসেন সোহেল (কুড়িগ্রাম) : বারবার লোকসান, ভাসিয়ে নেয় বন্যা, রোগ দেয় হানা, বাড়ে শুধু চিন্তা। এবার মাঠে মাঠে ধান ক্ষেতে হানা দেয় মহামারী ব্লাস্ট, কেড়ে নেয় কৃষকের স্বপ্ন। আর সেই দুঃখ দু’চিন্তায় ভরা মনে নিজেই নিজের জমিতে আগুন ধরিয়ে কষ্ট আর দুঃখকে পুড়তে চেয়েছিল কৃষক হামিদুলসহ কুড়িগ্রামের অনেক কৃষক।

জানা গেছে, চলতি বোরো মৌসুমে ব্রি-২৮ ধান ক্ষেতে ধান পাকার আগ মুহুত্বে ক্ষেতে ক্ষেতে হানা দেয় ব্লাস্ট। কৃষকরা হয়ে পড়ে দিশাহারা চেষ্টা চালিয়ে যেতে থাকে রক্ষা করায় কিন্তু কে দিবে পরামর্শ কে দিবে আশা পাশে যে নেই কেউ। হতাশায় কাটছে অসহায় কৃষকের দিনকাল। কি করবে হি হবে নানান চিন্তা আর ভাবনায় ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস। সরেজমিন উপজেলা বজড়া তবকপুর চেীধুরী পাড়া আমধর্নির পাড় বিল এলাকায় গিয়ে দেখা যায় পুরো বিল জুড়ে ব্লাস্ট নিয়েছে গিলে কৃষকের স্বপ্ন গেছে পুড়ে। এসময় লক্ষ করা যায় কৃষক হামিদুলের ক্ষেত অনেকটা অংশ পুড়ে গেছে। এসময় কৃষক হামিদুল হক দুঃখ করে বলেন কি আর করবো ভাই ২বিঘা জমিতে প্রায় ২৫হাজার টাকা খরচ করেছিলাম কিন্তু সব শেষ হয়ে গেছে তাই (রবিবার) আগুন ধরিয়ে দিয়েছি কি হবে আর রেখে কাটার জন্য বা টাকা পাবো কই। তিনি আরো জানান ব্রি-১৪ ধান করতে চেয়েছিলাম কিন্তু বিএস (উপ-সহকারী কৃষি অফিসার) এর পরামর্শে ২৮ করেছিলাম লাভের আশায় কিন্তু আমার সব কেড়ে নিল এই রোগ। এলাকায় লিটন মাঝিসহ অনেকে জানান ভাই ধান ক্ষেত না পুড়েই বা কি করবো কাটার জন্য টাকা কই পাবো। সুত্র জানায়, উক্ত বিল এলাকায় ২০ বিঘা ( ১২ একর) জমির মধ্যে প্রায় ১৮ বিঘা (১১ একর) জমির ফসল ব্লাস্ট নিয়েছে কেড়ে শুধু উক্ত বিল আর এলাকায় নয় চিলমারী উপজেলা জুড়ে ব্লাস্ট দিয়েছে ক্ষেতে ক্ষেতে হানা। সোহরাব রহমান জানান, ভাই কি হবে লিখে কৃষক কি পাবে তাদের কোন উপায় বা ক্ষতিপুরোনের কোন আশা। আর বিএস (উপ-সহকারী কৃষি অফিসার) দের কথা বলেন ওরা কি আসে খবর নেয়া জন্য। উপজেলা কৃষি অফিসার মোঃ খালেদুর রহমান বলেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পর্রামর্শও দিয়ে যাচ্ছি। তবে ক্ষেতে আগুন লাগানোর বিষয় আমার জানা নেই।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/২:৫৮পিএম/২৩/৪/২০১৮ইং)