• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

‘বুলুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি’


প্রকাশের সময় : মে ১৯, ২০১৭, ১০:২৩ PM / ৪০
‘বুলুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি’

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক বাণিজ্য মন্ত্রী ও বেগমগঞ্জ-৩ আসনের একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু’র বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যে ও বানোয়াট দাবি করেছে বিএনপি নেতাকর্মীরা। বুলু’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত এসব মিথ্যে মামলা থেকে তাকে মুক্তির দাবি জানিয়েছেন তারা।

মক্কা প্রাদেশিক বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং মক্কা প্রবাসী বৃহওর নোয়াখালী জেলা বিএনপি’র তথ্য গবেষনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল মোঃ সেলিম এ প্রতিবেদককে বলেন, বরকত উল্লাহ বুলু বিএনপির ক্লিনম্যান খ্যাত নেতা। তার বিরুদ্ধে এ মিথ্যে ও হয়রানীমূলক মামলা দিয়ে দলকে দাবানোর চেষ্টা করছে সরকার।

তিনি অতি সত্তর বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিষ্পত্তি ও অবিলম্বে তার মুক্তির জোড় দাবি জানান।

 

প্রসঙ্গত, এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর নাশকতার ১৩টি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার ১৮ মে ঢাকা সিএমএমের ৯টি পৃথক আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। একই সঙ্গে নাশকতার অপর ১৫টি মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছে এসব আদালত।

এর আগে সকাল ১০টায় আদালতে আত্মসমর্পণ করে মোট ২৮টি মামলায় আত্মসমর্পণ করেন বুলু।

উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:২৭পিএম/১৯/৫/২০১৭ইং)