• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

বিএনপি স্বাধীনতাবিরোধীদের হাতে পতাকা দিয়েছিল


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০১৭, ১২:৩০ PM / ৩০
বিএনপি স্বাধীনতাবিরোধীদের হাতে পতাকা দিয়েছিল

ঢাকারনিউজ২৪.কম:

বিএনপি ক্ষমতায় এসে স্বাধীনতাবিরোধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ক্ষমতায় এসে স্বাধীনতাবিরোধীদের বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করেছি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নতুন আবাসিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের জন্য যা কিছু প্রয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবই করেছেন। মাত্র সাড়ে তিন বছরে একটি স্বাধীন রাষ্ট্রকে সুসংগঠিত করে দিয়ে গেছেন। তিনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বীকৃতি আদায় করেছেন। এজন্য আমি শেখ মুজিবুর রহমান ও জাতীয় তিন নেতার প্রতি শ্রদ্ধা জানাই।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক জেলায় বিচারিক আদালত স্থাপন করেছি। সেখানকার বিচারপতিদের জন্য আবাসনের ব্যবস্থা করেছি। তাদের নিরাপত্তার বিষয়টি আমরা জোরদার করেছি।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নতুন বাসভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালায়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১২.২৯পিএম/১৫//২০১৭ইং)