• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

বালির দুর্গ গড়ে গিনেস জয় করল সুদর্শন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৭, ১:৪৫ PM / ৩৪
বালির দুর্গ গড়ে গিনেস জয় করল সুদর্শন

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ভারতের ওডিশার সেই বিখ্যাত বালু ভাস্কর সুদর্শন পট্টনায়েক এবার জায়গা করে নিলেন গিনেস বুকের পাতায়। নতুন নজির গড়ার পথে ভাঙলেন ২০১৫ সালের রেকর্ড।

সুদর্শন তার দলবল নিয়ে পুরীর বিচে বানিয়ে ফেলেছেন বিশ্বের সবচয়ে উঁচু বালি দুর্গ। সেইসঙ্গেই ছিনিয়ে নিয়েছেন আমেরিকার দখলে থাকা কীর্তি।
ওডিশার বিখ্যাত এই বালিভাস্করকে এর আগে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছে সরকার। সূত্র : এই সময়

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৪০পিএম/১১/২/২০১৭ইং)