• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:১১ অপরাহ্ন

বাণিজ্যমেলায় শেষ শুক্রবার কেনাবেচার ধুম


প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ১২:২২ AM / ১০০
বাণিজ্যমেলায় শেষ শুক্রবার কেনাবেচার ধুম

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা নামছে আগামী ৩১ জানুয়ারি। সেই হিসাবে মেলা চলাকালে আজ ও আগামীকাল শেষ সাপ্তাহিক ছুটির দিন। ফলে ক্রেতা-দর্শনার্থীদের ঢল নেমেছে বাণিজ্যমেলায়। শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ব্যস্ত সময় পার করছেন স্টলে থাকা বিক্রয়কর্মীরাও। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে বাণিজ্যমেলায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, অধিকাংশ ক্রেতা ও দর্শনার্থী সপরিবারে বা বন্ধু-বান্ধবদের সঙ্গে মেলায় এসেছেন। তবে মেলায় আসাদের প্রায় প্রত্যেকেই কেনাকাটায় ব্যস্ত। শেষ সময়ে কিছু না কিছুই কিনছেন তারা। যাদের কেনাকাটা হয়ে গেছে, তারা ছবি তোলায় ব্যস্ত। কেউ কেউ মেলায় ফাস্টফুডের দোকানে ভিড় করছেন। প্রায় সব স্টলে চলছে অফারের ছড়াছড়ি। ফলে বিক্রেতাদের কাজের চাপও বেড়েছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘আজকে ছুটির দিন। আবার মেলা চলাকালে আজ ও আগামীকাল শেষ ছুটি। এজন্য ভিড় বেশি। আমাদের ধারণা, আজ মেলায় প্রায় প্রায় চার লাখ মানুষের সমাগম হয়েছে। এবার দর্শনার্থীর হিসাব করলে আজকেই সর্বোচ্চ। আগামীকালও যেহেতু ছুটির দিন, আশা করছি, শনিবার আরও বেশি মানুষ মেলায় আসবেন। এবার বাণিজ্যমেলায় সবচেয়ে বেশি কেনাবেচাও হয়েছে আজ।’ তবে ঠিক কী পরিমাণ কেনাবেচা হয়েছে, তা এ মুহূর্তে জানা সম্ভব হয়নি।

মেলায় এসেছেন প্রবাসী শাহ আলম। তিনি বলেন, ‘আমি দেশের বাইরে থাকি। ছুটিতে বাংলাদেশে এসেছি। আজ সকালে দিকে মেলায় চলে এলাম। দুপুরের খাবারও এখানে খেয়েছি। পরিবারের সবার জন্য কেনাকাটা করেছি। প্রচুর মানুষ আজ। সবাইকে কেনাকাটা করতে দেখছি।’

দুই শিশু ছেলেকে নিয়ে মেলায় এসেছেন আরিফা জহুরা। তিনি বলেন, ‘ভেবেছিলাম মেলার সময় বাড়ানো হবে। তবে এখন শুনছি আর বাড়ছে না। আজকের পর আর সাপ্তাহিক ছুটিও নেই। এজন্য আজই দুই ছেলেকে নিয়ে মেলায় আসলাম। বিকেল থেকে বিভিন্ন স্টলে ঘুরছি। পছন্দ হলে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাবো।’

বেঙ্গল ফার্নিচারের প্যাভিলিয়ন ইনচার্জ শাওন শিকদার বলেন, ‘এবারের মেলায় বেঙ্গলের সব পণ্যে অফার চলছে। প্রথমদিকে ক্রেতা কম ছিল। তবে শেষ সময়ে ভালো সাড়া পাচ্ছি। আজকে ছুটির দিন হওয়ায় আমাদের প্যাভিলিয়নেও ক্রেতাদের ঢল নেমেছে। আশা করছি, শেষ কয়েকদিন ভালো কেনাবেচা হবে।’

কাশ্মীরি আচার স্টলের ইনচার্জ পাইলট সাহা বলেন, ‘আমাদের আচারের সুনাম দীর্ঘদিনের। এবার বাণিজ্যমেলার প্রথম দিন থেকেই ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, এবার রেকর্ড পরিমাণ আচার বিক্রি করতে পারবো।’

 

বাণিজ্যমেলায় এবার ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২ দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এ সংখ্যা ছিল ২২৫টি।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত মেলা চালু থাকছে। এবার মেলায় প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মেলার টিকিটও কেনা যাচ্ছে।