• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

বাজিতে হেরে ভাবনাকে আজীবন সজলের হাত ধরে চলতে হয়


প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০১৮, ১:০১ PM / ৪৩
বাজিতে হেরে ভাবনাকে আজীবন সজলের হাত ধরে চলতে হয়

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিশ্ববিদ্যালয়ে পড়াকালে বাজিতে সজলের কাছে ভাবনা হেরে যান। বাজির শর্ত পূরণ করতে ভাবনাকে আজীবন সজলের হাত ধরে পথ চলতে হয়।– এটি ‘বাজি’ শিরোনামের নাটকের গল্প।

আরো দেখা যাবে, তাদের বাজি থেমে থাকে না। সেই বাজির প্রতি পরতে পরতে থাকে রোমাঞ্চ, থাকে ভয়াবহ পরিণতির আশঙ্কা। তবুও তারা পারস্পরিক ভালোবাসায় অটুট থাকে। একজন চায় অন্যজনের কাছে হারতে।

মরু চ্যাটার্জির রচনা ও জহির রায়হানের পরিচালনায় অভিনয় করেছেন হালের জনপ্রিয় এ দুই তারকা সজল ও ভাবনা। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা। একটি বিশেষ মুহূর্তে নেপথ্যে আবৃত্তি করেছেন মজুমদার বিপ্লব।

পরিচালক জহির রায়হান জানান, ‘বাজি’ একটি প্রেমের গল্প। এক রোমান্টিক জুটি তাদের সংসার জীবনে প্রতিটা পরতে পরতে বিভিন্ন বিষয় নিয়ে বাজি ধরে। আর সেই বাজিতে হেরে যাওয়া কিংবা জিতে যাওয়াকে কেন্দ্র করেই নানান ঘটনা ঘটতে থাকে। সেই ঘটনা কখনো অতি রোমান্টিক, কখনো বা নির্মম পরিণতির।

শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে ‘বাজি’।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:০০পিএম/১২/১/২০১৮ইং)