• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:১০ অপরাহ্ন

বাংলাদেশে প্রথম জনশুমারি ও রাজধানী দিল্লির পথচলা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০১৭, ১২:১০ PM / ৩৯
বাংলাদেশে প্রথম জনশুমারি ও রাজধানী দিল্লির পথচলা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আজ ১০ ফেব্রুয়ারি, ২০১৭, শুক্রবার। ২৭ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
• ১৬৯১ – সম্রাট আওরঙ্গজেবের ফরমান অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের সুবিধা লাভ করে।
• ১৭৬৩ – প্যারিস চুক্তির ফলে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, প্রুশিয়া, অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে সাত বছরব্যাপী যুদ্ধের অবসান হয়।
• ১৯৩১ – ভারতের রাজধানী হিসেবে নতুন দিল্লির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
• ১৯৪৪ – ব্রিটেনে আয় অনুসারে আয়কর দেওয়ার নিয়ম প্রবর্তিত হয়।
• ১৯৬৯ – মক্কার প্রধান মসজিদ প্রথমবারের মতো বন্যায় জলমগ্ন হয়।
• ১৯৭৪ – স্বাধীন বাংলাদেশে প্রথম জনশুমারি শুরু।

ব্যক্তি
• ১৮৩৭ – রুশ সাহিত্যিক আলেকজান্ডার পুশকিনের প্রয়াণ।
• ১৮৪৭ – বাংলা সাহিত্যের শক্তিমান কবি নবীনচন্দ্র সেনের জন্ম।
• ১৮৯০ – নোবেলজয়ী রুশ কথাসাহিত্যিক বোরিস পাস্তারনাকের জন্ম।
• ১৮৯৮ – জার্মান নাট্যকার বের্টেল্ট ব্রেখটের জন্ম।
• ১৯৭৪ – মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা পাহাড়ী (নরেন্দ্রনাথ) সান্যালের প্রয়াণ।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:১০পিএম/১০/২/২০১৭ইং)