• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

বলাইচাঁদের প্রয়াণ ও সার্জেন্ট জহুরুলের জন্ম


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০১৭, ১২:৫৬ PM / ৩৫
বলাইচাঁদের প্রয়াণ ও সার্জেন্ট জহুরুলের জন্ম

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আজ ৯ ফেব্রুয়ারি, ২০১৭, বৃহস্পতিবার। ২৬ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৯৫৭ – দু’দিনব্যাপী কাগমারী সাংস্কৃতিক সম্মেলন শুরু হয়। কাগমারী সাংস্কৃতিক সম্মেলন ১৯৫৭ সালে অনুষ্ঠিত একটি বিশেষ তাৎপর্যবাহী জাতীয় সম্মেলন যা পরবর্তীতে পাকিস্তানের বিভক্তি এবং স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ে বিশেষ ইঙ্গিতবহ ভূমিকা রাখে।
•    ১৯৭৭ – ৩৮ বছর পর স্পেন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়।
•    ১৯৯১ – লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।

ব্যক্তি
•    ১৮৮১ – রুশ কথাসাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির মৃত্যু।
•    ১৯৩৫ – শহীদ সার্জেন্ট জহুরুল হকের জন্ম।
•    ১৯৬৫ – শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক খান বাহাদুর আহছানউল্লার মৃত্যু।
•    ১৯৭৯ – বনফুল খ্যাত কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের মৃত্যু।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:৫৫পিএম/৯/২/২০১৭ইং)