• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন

ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষার প্রস্তুতি ২০১৭


প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০১৭, ৬:৩৭ PM / ১৫৬
ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষার প্রস্তুতি ২০১৭

ঢাকারনিউজ২৪.কম:

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

নিচের উদ্দীপকটি পড়ে ৭৩ ও ৭৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তুষার অ্যান্ড কোং লিমিটেডের প্রকল্পে বিনিয়োগকৃত মূলধন ৬০,০০০ টাকা, যা আগামী ৫ বছর যাবত্ বার্ষিক নগদ আন্তপ্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ৮,০০০ টাকা, ১২,০০০ টাকা; ২৫,০০০ টাকা; ২০,০০০ টাকা ও ২১,০০০ টাকা।
৭৩। প্রকল্পটির তৃতীয় বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ কত?
ক. ৮,০০০ টাকা খ. ২০,০০০ টাকা
গ. ৪৫,০০০ টাকা ঘ. ৬৫,০০০ টাকা
৭৪। প্রকল্পে পে-ব্যাক সময় কত হবে?
ক. ৩ বছর ৯ মাস খ. ৪ বছর
গ. ৪ বছর ৩ মাস ঘ. ৩ বছর ৬ মাস
নিচের উদ্দীপকটি পড়ে ৭৫ ও ৭৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অয়ন এন্টারপ্রাইজ একটি মেশিন ক্রয় করবে যার ক্রয়মূল্য ৯০,০০০ টাকা এবং আনুমানিক আয়ুস্কাল ৩ বছর। প্রকল্পটি হতে প্রতিবছর আগত নগদ প্রবাহ হবে যথাক্রমে ৪২,০০০ টাকা, ৩৮,০০০ টাকা ও ২৯,০০০ টাকা।
৭৫। ক্রয়কৃত মেশিনটির ক্রমযোজিত নগদ প্রবাহের যোগফল কত হবে?
ক. ১,০৯,০০ টাকা
খ. ৯০,০০০ টাকা
গ. ৮০,০০০ টাকা
ঘ. ৪২,০০০ টাকা
৭৬। মেশিনটির পরিশোধকাল কত বছর?
ক. ২.৩ বছর খ. ২.৫ বছর
গ. ২.৮ বছর ঘ. ২.৯ বছর
৭৭। বিভিন্ন উত্স থেকে সংগৃহীত তহবিল ব্যয়কে কী বলে?
ক. মূলধন ব্যয় খ. আমদানি ব্যয়
গ. প্রাপ্য বিল ব্যয়
ঘ. প্রদেয় বিল ব্যয়
৭৮। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব কী থাকে?
ক. মুনাফা খ. মূলধন ব্যয়
গ. ঋণ ঘ. মূলধন আয়
৭৯। কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র অংশকে কী বলে?
ক. অগ্রাধিকার শেয়ার খ. শেয়ার
গ. ডিবেঞ্চার ঘ. বন্ড
৮০। কর হ্রাস ঋণ মূলধন ব্যয়ের কী ধরনের সুবিধা?
ক. সর্বোচ্চ সুবিধা খ. সাধারণ সুবিধা
গ. প্রত্যক্ষ সুবিধা ঘ. পরোক্ষ সুবিধা
৮১। অর্থ বিনিয়োগ না করলে কী সৃষ্টি হয়?
ক. সুযোগ ব্যয় খ. পরিচালনা ব্যয়
গ. কারবারি ব্যয় ঘ. বিনিয়োগ ব্যয়
৮২। সংরক্ষিত আয়ের ব্যয় নয়—
i. সুদ ii. লভ্যাংশ iii. সুযোগ ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৩। ব্যাংক মূলত কাজ করে—
i. আমানত সংগ্রহ ii. অর্থ স্থানান্তর
iii. মূল্যস্ফীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৪। ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উত্স হচ্ছে—
i. ব্যাংক ii. মহাজন
iii. আর্থিক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৫। মূলধন ব্যয় পরিমাপ করার পদ্ধতি হলো—
i. অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়
ii. সংরক্ষিত আয়ের ব্যয়
iii. ঋণ মূলধনের ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৬। মূলধনের ব্যয়ের প্রয়োজন হয়—
i. মূলধন কাঠামো নির্ধারণে
ii. প্রকল্প মূল্যায়নে
iii. মূলধনের উত্স নির্বাচনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৭। মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে কোনটি ন্যূনতম হওয়া অত্যাবশ্যক?
ক. তহবিল বণ্টন খ. সম্পদ অর্জন
গ. বিক্রয় ব্যয় ঘ. তহবিল উেসর ব্যয়
৮৮। বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ রয়েছে?
ক. ২টি খ. ৩টি গ. ৩টি ঘ. ৪টি
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
উত্তর
ফিন্যান্স ও ব্যাংকিং
৭৩. গ ৭৪. ক ৭৫. ক ৭৬. ক ৭৭. ক ৭৮. খ ৭৯. খ ৮০.ঘ ৮১. ক ৮২. ক ৮৩. ক ৮৪. খ ৮৫. ঘ ৮৬. ঘ ৮৭. ক ৮৮. ক

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৬.০০ পিএম/০৭//২০১৭ইং)