• ঢাকা
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

প্রশাসনিক কর্মকর্তা সামসুদ্দোহার অবৈধ সম্পদ ও ব্যাপক দুর্নীতি


প্রকাশের সময় : জুলাই ২০, ২০১৮, ১১:৪৭ PM / ৩৬
প্রশাসনিক কর্মকর্তা সামসুদ্দোহার অবৈধ সম্পদ ও ব্যাপক দুর্নীতি

বিশেষ প্রতিনিধি : জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর ডিভিশনে প্রশাসনিক কর্মকর্তা (চঃ দাঃ) এ কে এম সামসুদ্দোহার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, সামসুদ্দোহা প্রশাসনিক কর্মকর্তা না হয়েও ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ ৮ বছর যাবৎ প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি লাকসামে। সামসুদ্দোহা বিএনপি নেতা হিসেবে ব্যাপক আলোচিত। বিএনপি-জঙ্গিদের অর্থায়নের অভিযোগে ইতিপূর্বে লাকসাম থানায় গ্রেফতার হন সুমসুদ্দোহা এবং তার নামে মানিলন্ডারিং মামলাও রয়েছে। প্রশাসনিক কর্মকর্তা সামসুদ্দোহার অবৈধ সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলোঃ নিজের নামে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কুষ্টিয়া হাউজিং এষ্টেটে ‘ব্লক-এফ’-এর প্লট নং-৩৩৫। বরাদ্দের স্মারক নং-জাগৃক/রাডি/কুষ্টিয়া/ এফ/৩৩৫/২৩৭তারিখ-১৫/০৩/২০১৬খ্রিঃ। যার আনুমানিক বাজার দর প্রায় ৫০ লাখ টাকা। নিজের নামে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কক্সবাজার হাউজিং এষ্টেটের দালান নং-৩, ফ্ল্যাট নং-এ/৫। নিজের নামে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর হাউজিং এষ্টেটের ৬০০ ফ্ল্যাট প্রকল্পের ৮০০ বর্গফুট এর একটি ফ্ল্যাট। উল্লেখ্য যে, তিনি এ ফ্ল্যাটটি ইতিমধ্যে ৪০ লাখ টাকায় বিক্রয় করেছেন। তার স্ত্রী নার্গিস সুলতানার নামে রয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর হাউজিং এষ্টেটের সেকশন-৬, ব্লক-এ, লেন-৩, আবাসিক প্লট নং-৪০/৩ (আয়তন-৫ কাঠা)। এ প্লটে একটি ছয় তলা বাড়ী নির্মাণ করেছেন তিনি। বর্তমানে প্লটসহ বাড়িটির বাজার দর ৫(পাঁচ) কোটি টাকা। তার স্ত্রীর নামে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর হাউজিং এষ্টেটের স্বপ্ননগর আবাসিক ফ্ল্যাট প্রকল্পে ১৩৩৮ বর্গফুট আয়তনের ১টি ফ্ল্যাট। বরাদ্দ স্মারক নং-জাগৃক/ঢাডি-১/চ-১৪২/৩৮৭৫, তারিখ-৩০/০৬/২০১৫ খ্রিঃ। যার সরকারী মূল্য ১(এক) কোটি টাকা। উল্লেখ্য স্বামীর নামে মিরপুর হাউজিং এষ্টেটে সরকারী ফ্ল্যাট থাকা সত্বেও মিথ্যা হলফনামা দিয়ে এ ফ্ল্যাটটি বরাদ্দ নিয়াছেন। নিজ গ্রামের বাড়ি বরকেসতলা, পোঃ-মনোহরগঞ্জ, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা এর বাজারে তার চাচাতো ভাই রাজুর সাথে মিলে প্রায় ১ বিঘা জমি ক্রয় করেছেন। যার আনুমানিক বাজার দর ২ (দুই) কোটি টাকা। নিজে ডিজেমোশন পিকচার মিডিয়া হাউজের কো-পার্টনার। নিকুঞ্জুতে বিলাস বহুল অফিস। এছাড়া তেজগাঁও শিল্প এলাকায় তার নামে লেবেল বানানোর কোম্পানি রয়েছে। এ কোম্পানির এমডি তার স্ত্রী নার্গিস সুলতানা। নিজ নামে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের লালমাটিয়া হাউজিং এষ্টেটের পুনর্বাসন প্লট নং-২৪/সি ও ডি এর উপর নির্মিত ভবনের ২০০০ বর্গফুট আয়তনের ২য় তলার ফ্ল্যাট। যার আনুমানিক বাজার দর প্রায় ১.৫ কোটি টাকা। নিজ নামে ঢাকাস্থ ডেমরা থানার, পোষ্ট অফিস-মাতুয়াইল, রোড নং-৪ (বায়তুল সালাম জামে মসজিদ রোড) এর বাড়ী নং-১৩০ আয়তন ১০ কাঠা। যার আনুমানিক বাজার দর প্রায় ১.৫ কোটি টাকা। অনুসন্ধানে প্রশাসনিক কর্মকর্তা সামসুদ্দোহার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে, যা সমীক্ষান্তে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৪৫পিএম/২০/৭/২০১৮ইং)